বাংলা নিউজ > ভোটযুদ্ধ > UP Vote: যোগীর '৮০ বনাম ২০ শতাংশের লড়াই' মন্তব্যের পর অমিত বললেন 'এই ভোট হিন্দু-মুসলিম-যাদবের নয়'

UP Vote: যোগীর '৮০ বনাম ২০ শতাংশের লড়াই' মন্তব্যের পর অমিত বললেন 'এই ভোট হিন্দু-মুসলিম-যাদবের নয়'

 অমিত শাহ। ছবি সৌজন্য- ANI (HT_PRINT)

যোগী আদিত্যনাথের মন্তব্য নিয়ে অমিত শাহকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'আমি মনে করি না যে এই নির্বাচনী যুদ্ধ কোনও মতেই হিন্দু, মুসলিম অথবা যাদবকে নিয়ে নয়। যোগীজি বোধ হয় ভোট শতাংশের কথা বলেছেন। হিন্দু অথবা মুসলিমের কথা তিনি বলেননি।'

৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এখন বাকি রয়েছে একাধিক ভোটগ্রহণ পর্ব। আগামী ২৩ ফেব্রুয়ারি সেখানে চতুর্থদফার ভোট গ্রহণ সম্পন্ন হতে চলেছে। এই পরিস্থিতিতে ভোট ঘিরে তুঙ্গে রয়েছে সেখানের পার্টিগুলির প্রচার পারদ। এদিকে, বিজেপির তরফে এক সভায় গিয়ে প্রচারের মাত্রা চড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এই ভোটের লড়াই ৮০ বনাম ২০ শতাংশের লড়াই। এরপরই ময়দানে নেমে ড্যামেজ কন্ট্রোল করেন বিজেপির চাণক্য অমিত শাহ।

যোগী আদিত্যনাথের মন্তব্য নিয়ে অমিত শাহকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'আমি মনে করি না যে এই নির্বাচনী যুদ্ধ কোনও মতেই হিন্দু, মুসলিম অথবা যাদবকে নিয়ে নয়। যোগীজি বোধ হয় ভোট শতাংশের কথা বলেছেন। হিন্দু অথবা মুসলিমের কথা তিনি বলেননি।' উল্লেখ্য, যোগীর বক্তব্যে মেরুকরণের ইঙ্গিত রয়েছে কী না তা নিয়েও প্রশ্ন ওঠে। যার জবাবে অমিত শাহ বলেন, 'হ্যাঁ মেরুকরণ তো হচ্ছে। গরীব আর কৃষকদের মেরুকরণ করা হচ্ছে।' অমিত শাহ বলেন, যে ঘরানাতে ভোট হচ্ছে তা মেরুকরণ বলা সম্ভব নয়। উল্লেখ্য, এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে একথা বলেন অমিত শাহ। অমিত শাহ বলেন, 'অমিত শাহ বলেন, সমাজের প্রতিটি মানুষের মানুষকে আমরা উন্নয়ন পৌঁছে দিয়েছি। এজন্য আমরা ধর্ম আর জাতি দেখিনি। যিনি যোগ্য, তাঁকে দিয়েছি সুবিধা।' উল্লেখ্য, উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কৃষক আন্দোলন। পঞ্জাব লাগোয়া উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় কৃষি আইন ঘিরে কৃষক আন্দোলনের বড়সড় প্রভাব পড়েছিল। তবে যোগীগড়ের পঞ্চায়েত নির্বাচনে তার প্রভাব সেভাবে দেখা যায়নি।

তবে উন্নয়নের প্রশ্নে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেষ্টার জেরে উত্তরপ্রদেশে ১.৬৬ কোটি মহিলা এলপিজি গ্যাস সংযোগ পাচ্ছেন। এছাড়াও ২.৬২ লাখ কৃষক পরিবার পেয়েছে শৌচালয়। পিএম মাতৃবন্দনা যোজনা পেয়েছেন ৪০ লাখ মহিলারা। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, উত্তরপ্রদেশে মানুষ বিদ্যুৎ সংযোগেও বহু সুবিধা পেয়েছেন। ২.৬৮ কোটি এলইডি ল্যাম্প দেওয়া হয়েছে, ৪২ লাখ মানুষ সেখানে পেয়েছেন ঘরের ছাদ। এদিকে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ৮০ বনাম ২০ শতাংশের লড়াই ইস্যুতে তিনি নিজেও অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, ৮০ শতাংশ মানুষ তাঁরা যাঁরা দুর্নীতিমুক্ত, নিরাপদ পরিবেশ চান। আর ২০ শতাংশ মানুষ তাঁরা যাঁরা আইনের দুর্বলতা চান। যার হাত ধরে তাঁরা সহজেই নিজেদের দুর্নীত চালিয়ে যেতে পারেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.