বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Uttar Pradesh Assembly Elections 2022: 'মর্যাদার লড়াই, তাই গোয়ায় না গিয়ে উত্তরপ্রদেশে এসেছি', বললেন মমতা

Uttar Pradesh Assembly Elections 2022: 'মর্যাদার লড়াই, তাই গোয়ায় না গিয়ে উত্তরপ্রদেশে এসেছি', বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

অথচ গোয়ায় তৃণমূল ভোটে লড়াই করছে।

উত্তরপ্রদেশে মর্যাদার লড়াই। সেজন্য গোয়ায় না নিয়ে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে এসেছেন। অখিলেশ যাদবদের সমর্থন করছেন। এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পাঁচ রাজ্যে (গোয়া, মণিপুর, পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড) বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এই প্রথম কোনও রাজ্যে ভোটের প্রচারে গেলেন। তাও যে রাজ্যে তৃণমূল লড়াই করছে, সেখানে না গিয়ে উত্তরপ্রদেশে গিয়েছেন। যেখানে তৃণমূল লড়াই করছে না। বরং অখিলেশের সমাজবাদী পার্টির সমর্থনে প্রচার করছে ঘাসফুল শিবির। কার্যত সেই বিষয়টির কারণ ব্যাখ্যা করে মঙ্গলবার মমতা বলেন, ‘আমি উত্তরপ্রদেশে এসেছি। গোয়ায় যায়নি। কারণ উত্তরপ্রদেশের লড়াই হল মর্যাদার লড়াই।’

যদিও রাজনৈতিক মহলের বক্তব্য, মাসকয়েক আগেই গোয়া নিয়ে যে স্বপ্ন দেখছিল, সেখান থেকে বাস্তবের জমিতে ফিরতে বাধ্য হয়েছে তৃণমূল। একাধিক নেতা দল ছেড়ে দিয়েছেন। যাঁরা তৃণমূলে যোগ দিয়েছিলেন। ফলে গোয়ার বিধানসভা নির্বাচনে যে তৃণমূল বিশেষ সুবিধা করতে পারবে না, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। সেজন্যই সম্ভবত মমতা গোয়া থেকে নজর সরিয়ে নিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের। ওই মহলের বক্তব্য, সেখানে উত্তরপ্রদেশে হারানোর কিছু নেই মমতার। 

তারইমধ্যে মঙ্গলবার লখনউয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশের পাশে বসে বিজেপিকে আক্রমণ শানান মমতা। করোনাভাইরাসের সময় গঙ্গায় মৃতদেহ ভেসে আসা, হাথরাসের ধর্ষণের ঘটনা, উন্নাও ধর্ষণকাণ্ডের মতো বিষয় নিয়ে যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণ করেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ‘যাঁরা হাথরাস, উন্নাওয়ের ঘটনার জন্য দায়ী এবং করোনাভাইরাসের সময় উত্তরপ্রদেশে গঙ্গায় মৃতদেহ ফেলে দিয়েছিলেন, তাঁদের কোনওদিন ক্ষমা করবে বা ইতিহাস। এই ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? উত্তরপ্রদেশের মানুষের কাছে যোগীজিকে ক্ষমা চাইতে হবে।’ সঙ্গে তিনি বলেন, ‘যোগীজি যদি আবার আসেন, তাহলে রাজনৈতিক, অর্থনৈতিকভাবে উনি আপনাদের খেয়ে ফেলবেন। উনি কিছু জানেন না। তাই উনি বিদায় নিচ্ছেন। তাঁকে যেতে দিন।’

বন্ধ করুন