স্থানীয় পুর নির্বাচনে বড় জয়ের উদযাপন গেরুয়া শিবিরের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব লখনউতে দলের রাজ্য সদর দফতরে মিষ্টি মুখ করলেন। উল্লেখ্য, এখনও পর্যন্ত ৬টি পুরনিগমের মেয়র পদের নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে উত্তরপ্রদেশে। তার মধ্যে সবকটিতেই জয়ী বিজেপি। বাকি ১১টি পুরনিগমের মেয়র নির্বাচনে এগিয়ে গেরুয়া শিবির। এই জয় নিয়ে যোগী বলেন, ‘রাজ্যে দক্ষ প্রশাসন, উন্নয়ন এবং নিরাপত্তার কারণেই পুরনির্বাচনের এই ফলাফল’। (উত্তরপ্রদেশ পুরভোটের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন এখানে)
এদিকে কর্পোরেটর নির্বাচনে (ওয়ার্ড ভিত্তিক পুরনির্বাচনে) ১৪২০টির মধ্যে এখনও পর্যন্ত ৯৩৬টির ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৫২৯টি ওয়ার্ডে জয়ী বিজেপি, সমাজবাদী পার্টি জয়ী ১২১টি, বিএসপি জয়ী ৬৬টি এবং কংগ্রেস জয়ী ৫৬টিতে। তাছাড়া পুরপরিষদের চেয়ারম্যান নির্বাচনেও এগিয়ে বিজেপি। ১৯৯টি পরিষদের মধ্যে এখনও পর্যন্ত ১৩টির ফলাফল প্রকাশ হয়েছে। এর মধ্যে বিজেপি প্রার্থী জয়ী ৫টি পুরপরিষদে, সমাজবাদী পার্টির ৪ প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী। কংগ্রেস এবং বিএসপি খাতা খুলতে পারেনি। বাকি ৪টি পুরপরিষদের চেয়ারম্যান হিসেবে জিতেছেন নির্দলরা।
এদিকে পুরপরিষদের সদস্যদের ভোটে এখনও পর্যন্ত ১৬৯৮টি ওয়ার্ডের (মোট ৫৩২৭টি ওয়ার্ডে ভোট হয়) ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিজেপি জয়ী ৩৯৭টি ওয়ার্ডে, সমাজবাদী পার্টি এগিয়ে ১১৮টি ওয়ার্ডে, বিএসপি ৬৬টি, কংগ্রেস জয়ী ৩০টিতে জয়ী। অপরদিকে নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নির্বাচনেও বিজেপির জয়জয়কার বজায় রয়েছে। নগর পঞ্চায়েতের চেয়ারম্যান পদের নির্বাচনে প্রকাশ করা হয়েছে ৭৮টির ফল। মোট ৫৪৪টি পদের জন্য ভোটগ্রহণ হয়েছে। বিজেপি প্রার্থীরা এর মধ্যে জয়ী ৩০টিতে। সমাজবাদী পার্টি এবং বিএসপি জয়ী ৪টি করে পদে। কংগ্রেস জয়ী ১টিতে। মোট ৭১৭৭টি নগর পঞ্চায়েত ওয়ার্ডের মধ্যে প্রকাশ করা হয়েছে ২৮৮৬টি ওয়ার্ডের। এর মধ্যে বিজেপি জিতেছে ৫৯৪টি ওয়ার্ডে, সমাজবাদী পার্টি জয়ী ১১৮টি, বিএসপি জয়ী ৮১টিতে এবং কংগ্রেস জিতেছে ২৯টি ওয়ার্ডে।