দেশের ৫ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে ভোট পর্ব পার করেছে পঞ্চম দফা। এরপর ৩ রা মার্চ রয়েছে ষষ্ঠ দফার ভোট। রাত পোহালেই উত্তরপ্রদেশের ১০ জেলার ৫৭ আসনে রয়েছে ভোটপর্ব। উল্লেখ্য, এর আগে ষষ্ঠ দফার ভোট সম্পন্ন হয়েছে ১ মার্চ। আর পরবর্তী পর্যায়ে ৭ মার্চ রয়েছে উত্তরপ্রদেশের শেষ দফার ভোট। উল্লেখ্য, ষষ্ঠ দফার ভোটে ৬৭৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৫৭ টি আসনে। এই ভোট ঘিরে গোবলয়ের রাজনীতির কিছু ছবি একজরে দেখে নেওয়া যাক।
উল্লেখ্য, গোরক্ষপুর, আম্বেদকরনগর, বালিয়া, বলরামপুর, বস্তি, দেওরিয়া, বস্তি দেওরিয়া, কুশিনগর, মহারাজগঞ্জ, শান্ত কবির নগর, সিদ্ধার্থনগর। উল্লেখ্য, উত্তরপ্রদেশের মোট আসন সংখ্যার দুই তৃতীয়াংশ আসনে ভোট সম্পন্ন হবে। উল্লেখ্য, বহু দাগী আসনে ভোট হতে চলেছে এই পর্বে। যে আসনগুলিতে একাধিক প্রার্থীর বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক মামলা। উল্লেখ্য়, ২.১৪ কোটি ভোটার ভাগ্য নির্ধারণ করতে চলেছেন একাধিক হাইভোল্টেজ প্রার্থীর ভাগ্য নির্ধারণ। উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষার মতে, উত্তরপ্রদেশে ষষ্ঠদফার নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন আসনে সমাজবাদী পার্টির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপির। উল্লেখ্য ৩ মার্চ সকাল ৭ টা থেকে শুরু হবে ভোট। আর তা চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
উল্লেখ্য, এই পর্বের ভোটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভোটভাগ্য নির্ধারণ করতে চলেছেন মানুষ। উল্লেখ্য, গোরক্ষপুর আসন থেকে ভোটে লড়ছেন যোগী আদিত্যনাথ। তাঁর বিরুদ্ধে রয়েছেন ভিম আর্মির চন্দ্রশেখর আজাদ। উল্লেখ্য, দলিত ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে এই ভোটপর্ব আলাদা করে নজর কাড়বে বলে মনে করা হচ্ছে। এছাড়াও সদ্য বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে প্রবেশ করে উত্তরপ্রদেশের হেভিওয়েট স্বামী প্রসাদ মৌর্য লড়বেন ভোটের ষষ্ঠ দফায়। আলাদা করে নজর কাড়তে চলেছেন সপার রাম গোবিন্দ চৌধুরী। উল্লেখ্য, যোগী মন্ত্রিসভার ৫ জন হেভিওয়েট থাকতে চলেছেন এই পর্বের ভোটম্যাপে।