বাংলা নিউজ > ভোটযুদ্ধ > VK Pandiyan: ‘নবীন পুনরায় CM না হলে রাজনীতি ছেড়ে দেব’ ধর্মেন্দ্রকে চ্যালেঞ্জ পান্ডিয়ানের

VK Pandiyan: ‘নবীন পুনরায় CM না হলে রাজনীতি ছেড়ে দেব’ ধর্মেন্দ্রকে চ্যালেঞ্জ পান্ডিয়ানের

‘নবীন পুনরায় CM না হলে রাজনীতি ছেড়ে দেব’ ধর্মেন্দ্রকে চ্যালেঞ্জ পান্ডিয়ানের

ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে পান্ডিয়ান বলেছেন, ’বিজেপি দাবি করছে যে ওড়িশায় পরিবর্তনের জন্য বিজেপির হওয়া বইছে। তবে আমি দৃঢ়ভাবে বলছি যে মুখ্যমন্ত্রী যদি আবার নির্বাচিত না হন তবে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নেব।’

এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নবীন পট্টনায়কের ঘনিষ্ঠ বিজেডি নেতা তথা প্রাক্তন আমলা ভি কে পান্ডিয়ান। তিনি বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক হেরে গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। পান্ডিয়ানের দাবি, ষষ্ঠবারও মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন নবীন পট্টনায়ক। পান্ডিয়ানের আরও চ্যালেঞ্জ নবীন আবার নির্বাচিত হলে ধর্মেন্দ্র প্রধানকেও রাজনীতি ছেড়ে দিতে হবে।

আরও পড়ুন: ‘আমি বহিরাগত কি না ওড়িশার মানুষ ঠিক করবে’, মোদী, নড্ডাকে জবাব পান্ডিয়ানের

প্রসঙ্গত, ওড়িশায় প্রধান বিজেপি মুখ হলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক থেকে শুরু করে পান্ডিয়ানকে তীব্র আক্রমণ করেছেন। ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে পান্ডিয়ান বলেছেন, ’বিজেপি দাবি করছে যে ওড়িশায় পরিবর্তনের জন্য বিজেপির হওয়া বইছে। তবে আমি দৃঢ়ভাবে বলছি যে মুখ্যমন্ত্রী যদি আবার নির্বাচিত না হন তবে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নেব।’ উল্লেখ্য ২০০০ সাল থেকে ওড়িশার মুখ্যমন্ত্রী রয়েছেন নবীন পট্টনায়ক।  

পান্ডিয়ান চ্যালেঞ্জ করে বলেছেন, ‘বিজেপি আমাকে কেরানি বা চমচা বলে কটাক্ষ করছে। কিন্তু আপনি (ধর্মেন্দ্র প্রধান) একজন কেন্দ্রীয় মন্ত্রী। যদি আপনার সাহস থাকে তবে ঘোষণা করুন যে ওড়িশায় বিজেপি ক্ষমতায় না এলে আপনিও রাজনীতি থেকে অবসর নেবেন।’ ধর্মেন্দ্রর বিরুদ্ধে তোপ দেগে বিজেডি নেতা বলেন, শিক্ষামন্ত্রী ওড়িশার মানুষের জন্য কিছুই করেননি। পান্ডিয়ান দাবি করেছেন, বিজেপি নেতা ১০ বছর ধরে ঢেঙ্কানাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত সম্বলপুরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৫ মে বলেছিলেন ৪ জুন ওড়িশায় বিজেডি সরকারের মেয়াদ শেষ হবে। আর ১০ জুন বিজেপির একজন মুখ্যমন্ত্রী ওড়িশায় শপথ গ্রহণ করবেন। পান্ডিয়ান পালটা দাবি করেছেন, বিজেডি তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হবে এবং ৯ জুন সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টার টার মধ্যে পট্টনায়ক শপথ নেবেন।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সঙ্গেই ওড়িশায় বিধানসভা নির্বাচন হবে। মোট চার দফায় ভোটগ্রহণ হবে। ১৩ মে, ২০ মে, ২৫ মে  এবং ১ জুন ওড়িশার বিধানসভা ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ৪ জুন। 

ভোটযুদ্ধ খবর

Latest News

বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.