বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > বিক্ষুব্ধ বিজেপি নেতা নির্দল প্রার্থী, মনোনয়ন প্রত্যাহারে টোপ মানিকচকে?

বিক্ষুব্ধ বিজেপি নেতা নির্দল প্রার্থী, মনোনয়ন প্রত্যাহারে টোপ মানিকচকে?

মালদায় শোরগোল বিজেপির অন্দরে

ভোটের প্রার্থী ঘোষণার পর থেকেই মালদার মানিকচকে গেরুয়া শিবিরের অন্দরের দ্বন্দ্ব চরমে ওঠে। তারই পরিণতিতে দলের একাংশ ভোট বাজারেও বিক্ষুব্ধ হয়ে যান। তারই পরিণতিতে কেউ নির্দল প্রার্থী হয়ে যান, কেউ আবার নির্দল প্রার্থীর পাশে দাঁড়ান। এতেই কী ঘুম ছুটেছে বিজেপির? পরিস্থিতি সামাল দিতে একেবারে ফোন করে নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য আবেদন করা হচ্ছে বিজেপির তরফে। এমনটাই দাবি করেছেন নির্দল প্রার্থী, বিজেপির বিক্ষুব্ধ নেতা কর্মীদের একাংশের। তবে ওই অডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস ডিজিটাল। 

কী রয়েছে সেই অডিওতে? দুটি ফোন কলের রেকর্ডিং ভাইরাল হয়েছে। বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে একটি ফোনকলের একপ্রান্তে রয়েছেন মানিকচকের নির্দল প্রার্থী ডালিম মণ্ডল ও অপর প্রান্তে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ মিশ্র। সেই কলে ডালিম মণ্ডলকে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য ২ লক্ষ টাকার টোপ দেওয়া হচ্ছে বিজেপি নেতার তরফে। দাবি করা হচ্ছে এমনটাই। অন্যদিকে অপর একটি ফোনকলের একপ্রান্তে রয়েছেন নির্দল প্রার্থী অনিল মণ্ডল ও অপর প্রান্তে রয়েছেন বিজেপির মালদহ জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল। সেই ফোনে বার বার কথা বলতে চাইছেন বিজেপি নেতা। কিন্তু এড়িয়ে যেতে চাইছেন নির্দল প্রার্থী। 

স্থানীয় সূত্রে খবর, মানিকচক কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী করা হয়েছে গৌরচন্দ্র মণ্ডলকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পরেই তাঁরে প্রার্থী করা হয়। তবে এনিয়ে আপত্তি তুলেছিলেন দলের অনেকেই। তবে সেই আপত্তি শেষ পর্যন্ত ধোপে টেকেনি। এরপরই রাগে, অভিমানে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েন একাধিক বিজেপি নেতা। এর জেরেই অস্বস্তি বাড়ে গেরুয়া শিবিরে। তবে কী স্নায়ুচ চাপ সামলাতে না পেরেই একেবারে নির্দল প্রার্থীদের ফোন করে বসলেন বিজেপি নেতৃত্ব? তবে ডালিম মণ্ডলকে ফোন করা প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি এটি ভুয়ো অডিও। অন্য়দিকে অন্য ফোন প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি অভিমান ভাঙাতেই ফোন করা হয়েছিল।

ভোটযুদ্ধ খবর

Latest News

বয়স মাত্র ১ বছর ৪ মাস, রণবীর-আলিয়া কন্যা রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড' বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.