বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > বৈশালীকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, প্রচারে 'বাধা'

বৈশালীকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, প্রচারে 'বাধা'

বৈশালী ডালমিয়া (ফাইল ছবি)

সোমবার নিজের বিধানসভা ক্ষেত্রতেই ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর সামনে গো ব্যাক স্লোগান দেন। কার্যত বাধ্য হয়েই এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী।  বিক্ষোভের নেপথ্যে তৃণমূল। অভিযোগ বৈশালী ডালমিয়ার।

বালি বিধানসভার অন্তর্গত ভোটবাগান এলাকা। ঠা ঠা রোদে সেখানেই সোমবার প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। কিন্ত সেখানেই প্রচারে বাধা পেলেন বৈশালী। স্থানীয় কয়েকজন একেবারে দল বেঁধে তাঁর সামনে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। তবে এতে থামতে চাননি বিজেপি প্রার্থী। কিছুটা এগিয়ে যাওয়ারও চেষ্টা করেন। কিন্ত সেখানে ফের বাধার মুখে পড়েন তিনি। পুলিশও ছিল ঘটনাস্থলে।অভিযোগ, পুলিশের সামনেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন বাসিন্দা।

 এদিকে গত বিধানসভা ভোটে এই বিধানসভা কেন্দ্র থেকেই তিনি তৃণমূলের টিকিটে জিতেছিলেন। এবার ভোটের মুখে দলবদল করেছেন তিনি। এদিন পদ্মশিবিরের প্রার্থী হিসাবেই ভোট চাইতে গিয়েছিলেন এলাকায়। কিন্ত বাসিন্দাদের একাংশের দাবি বিধায়ক থাকাকালীন এলাকার অভাব অভিযোগ নিয়ে খোঁজ নেননি বৈশালী ডালমিয়া। গত ৫ বছরে তাঁর দেখা মেলেনি। সংকটের দিনে তাঁকে পাশে পাওয়া যায়নি। এদিকে স্থানীয় সূত্রে খবর, ক্রমাগত বাঁধার মুখে পড়ে কার্যত বাধ্য হয়েই ফিরে যান বৈশালী। তাঁর অভিযোগ বিজেপির উত্থান মানতে পারছেনা তৃণমূল। সেকারনেই পরিকল্পিতভাবে তারা ঝামেলা করেছে। তাঁর প্রচার গাড়ি ভাঙার ও ইট ছোঁড়ারও অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। তৃণমূলে থেকে উন্নয়ন করা যায়নি। সেকারনেই বিজেপিতে যোগ দিয়েছেন। দাবি বৈশালী। তবে তৃণমূল নেতৃত্বের দাবি এটা স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ। এর সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নন। 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.