পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে মোটের ওপর ভোট পড়েছে ৮৬ শতাংশ। শুক্রবার ভোটগ্রহণের পর দিন এমনই জানাল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটগ্রহণে ৪ জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ হয়। যার মধ্যে ছিল নন্দীগ্রামও।
কমিশনের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে ৮৮ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ৮৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ৮৪ শতাংশ। বাঁকুড়ায় ৮৭ শতাংশ ও দক্ষিণ ২৪ পরগনায় ৮৭ শতাংশ ভোট পড়েছে।
রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণে জঙ্গলমহলের ৩০টি কেন্দ্রে ভোট পড়েছিল ৮৪ শতাংশের কিছু বেশি। দ্বিতীয় দফায় সেই হারও ছাপিয়ে গেল। বিজেপির দাবি, ভোটদানের হারেই স্পষ্ট রাজ্যে পরিবর্তন হতে চলেছে। ২০১১ সালে রাজ্যে ৮৪.৩৩ শতাংশের বেশি ভোট পড়েছিল। ২০১৬ সালে সামান্য কমে তা হয় প্রায় ৮৩ শতাংশ। এবার ২ দফাতেই ভোট পড়েছে ৮৪ শতাংশের বেশি। প্রখর রোদ উপেক্ষা করে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। যা গোটা দেশে এক নজির।