বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > তৃণমূল জিতলে উপমুখ্যমন্ত্রী হবেন আব্বাস সিদ্দিকি, দাবি কৈলাসের

তৃণমূল জিতলে উপমুখ্যমন্ত্রী হবেন আব্বাস সিদ্দিকি, দাবি কৈলাসের

কৈলাস বিজয়বর্গীয় ও স্বপন দাশগুপ্ত।  (PTI)

বিধানসভা নির্বাচনের আগে বাম – কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির পার্টির সমঝোতার চেষ্টা এখনো চলছে। তৃণমূলের সঙ্গে তাদের জোট নিয়ে এখনো কোনও কথা হয়নি।

ভোটের মুখে সাম্প্রদায়িক মেরুকরণকে দৃঢ় করতে ফের তৎপর হলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। টুইট করে দাবি করলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ছাড়া অন্য কেউ ভোটে জিতলে গুরুত্বপূর্ণ সব পদে বসতে চলেছেন মুসলিমরা। শনিবার দুপুরে এই টুইট করেন কৈলাস। যার পর বিজেপির বিরুদ্ধে ফের একবার বিভাজনের রাজনীতির অভিযোগে সরব হয়েছে, কংগ্রেস ও তৃণমূল। 

এদিন কৈলাস লিখেছেন,  ‘পশ্চিমবঙ্গের সমীকরণ!!! পিরজাদা আব্বাস সিদ্দিকি তৃণমূলের উপমুখ্যমন্ত্রী। কংগ্রেস ও সিপিএম জোটের মুখ্যমন্ত্রী আবদুল মান্নান। কলকাতার মেয়র ফিরহাজ হাকিম। কোথায় যাচ্ছে বাংলা! বাংলার মানুষের ভাবার সময় এসেছে।’

বিধানসভা নির্বাচনের আগে বাম – কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির পার্টির সমঝোতার চেষ্টা এখনো চলছে। তৃণমূলের সঙ্গে তাদের জোট নিয়ে এখনো কোনও কথা হয়নি। ফলে ভোটের পর তেমন কোনও সম্ভাবনার খবর তাদের কাছে রয়েছে কি না তা অবশ্য বিজেপির কেউ জানাননি। 

পশ্চিমবঙ্গে এই প্রথম ধর্মীয় মেরুকরণের ওপর ভিত্তি করে হতে চলেছে বিধানসভা নির্বাচন। রাজ্যের ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূলের ভরসা বলে আগেই জানিয়ে দিয়েছেন দলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। পালটা বিজেপির দাবি, ৭০ শতাংশ নিয়েই যুদ্ধ জয় করবেন তারা। সেই ৭০ শতাংশকে নিজেদের আরও কাছাকাছি আনতে ভয় ও ভক্তি দুই নীতিকেই ব্যবহার করছে বিজেপি।

 

বন্ধ করুন