বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > মোদীর সভায় বিজেপিতেই যোগ শিশির ও দিব্যেন্দুর? কী বললেন দিব্যেন্দু?

মোদীর সভায় বিজেপিতেই যোগ শিশির ও দিব্যেন্দুর? কী বললেন দিব্যেন্দু?

শিশির অধিকারীর বাড়িতে লকেট চট্টোপাধ্যায়। (ছবি সৌজন্য টুইটার)

প্রথম দফার ভোটের আগেই কি কাঁথির শান্তিকুঞ্জে আরও দুটি পদ্মফুল ফুটতে চলেছে?

প্রথম দফার ভোটের আগেই কি কাঁথির শান্তিকুঞ্জে আরও দুটি পদ্মফুল ফুটতে চলেছে? শনিবার শিশির অধিকারীর সঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ‘সৌজন্য সাক্ষাতের’ পর সেই জল্পনা আরও বেড়েছে। বিজেপির একটি অংশের দাবি, আগামী ২৪ মার্চ কাঁথিতে নরেন্দ্র মোদীর জনসভায় হাজির থাকবেন শিশির এবং দিব্যেন্দু। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে দিতেও পারেন।

তবে দিব্যেন্দু জানিয়েছেন, আপাতত তাঁর বিজেপিতে যোগদানের কোনও সম্ভাবনা নেই। রবিবার ভাঙাবেড়িয়ার শহিদ বেদিতে মাল্যদান করার পর শান্তিকুঞ্জে লকেটের সফর নিয়ে দিব্যেন্দু জানান, নেহাত সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছিলেন হুগলির বিজেপি সাংসদ। কিন্তু রাজনৈতিক মহলের একটি অংশের তরফে দাবি করা হচ্ছে, বিজেপিতে যাওয়ার পথ প্রশস্ত করে রাখছেন অধিকারী পরিবারের কর্তা এবং তাঁর মেজো ছেলে। দিব্যেন্দু বলেন, ‘যে কেউ বলতে পারেন। সময় বলবে, যাঁরা বলছেন, তাঁরা ভবিষ্যদ্বাণী করতে পারেন, আমি তো করতে পারি না।' সঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিজেপিতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।’

বিজেপিতে আপাতত যোগ দিচ্ছেন না বলে জানালেও তৃণমূলের দলীয় লাইন মেনে নিজের দাদা শুভেন্দুকে ‘বিশ্বাসঘাতক’ বলতে রাজি নন দিব্যেন্দু। রবিবার সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় শুভেন্দুর বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়ে পোস্টার পড়েছে। বিক্ষোভও দেখিয়েছে তৃণমূল। দিব্যেন্দু জানান, শুভেন্দু বিশ্বাসঘাতকতা করেছেন বলে কখনই বলা যাবে না। সঙ্গে দিব্যেন্দু জাবি করেন, প্রতি বছরই নন্দীগ্রাম দিবসে আসেন তাঁরা। স্থানীয় সাংসদ হিসেবে শহিদদের স্মরণ করেছেন। শহিদ বেদিতে মাল্যদান করেছেন। 

রাজনৈতিক মহলের মতে, খাতায়-কলমে এখনও তৃণমূলে থাকলেও অধিকারী বংশের দুই নেতার বিজেপিতে যোগ দেওয়া কার্যত সময়ের অপেক্ষা। সম্ভবত সঠিক সময়ের অপেক্ষা করা হচ্ছে। যাতে নন্দীগ্রামের (দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোট) ভোটের আগে মানসিকভাবে তৃণমূলকে বেশি ধাক্কা দেওয়া যায় এবং জনমানসে বেশি প্রভাব বিস্তার করা যায়। দুইয়ের মিশেলে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে বলে মত রাজনৈতিক মহলের।

ভোটযুদ্ধ খবর

Latest News

হারলেও পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখল CSK, জিতে জায়গা মজবুত করল LSG দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল ধনু, মকর, কুম্ভ, মীন রাশির মধ্যে আজ কারা লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার রাও? বিতর্কে জবাব এল, ‘একটু ফিলার করাই…’ RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? প্রথম দফায় 'বাম্পার' ভোটিং, ‘মোদী-মোদী’ বলে ভোট মানুষের, BJP-র গ্রাফ উঠছে- শাহ অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২০ থেকে একলাফে ৪-এ কেএল রাহুল, বেগুনি টুপি দেখছেন মুস্তাফিজ এককালে যেখানে পোস্টার মেরেছি সেখানে আজ রোড শো করছি-রাজনৈতিক সফর নিয়ে অকপট শাহ ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ India-Pakistan Test Series নিয়ে রোহিত শর্মার দাবিকে সমর্থন করলেন শাহিদ আফ্রিদি

Latest IPL News

দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.