বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > আমি যেন বেড়াতে এসেছি? তোপ জাতীয় মহিলা কমিশনের, কোভিডের পরে আসুন, ইঙ্গিত রাজ্যের

আমি যেন বেড়াতে এসেছি? তোপ জাতীয় মহিলা কমিশনের, কোভিডের পরে আসুন, ইঙ্গিত রাজ্যের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (নিজস্ব চিত্র)

ভোট পরবর্তী হিংসা ও মহিলাদের উপর অত্যাচারের ঘটনা চাক্ষুস করতে রাজ্যে জাতীয় মহিলা কমিশন। কোভিড পরিস্থিতিতে পরিবর্তিত কর্মসূচি বাতিল করার জন্য কমিশনকে বার্তা রাজ্যের

রাজ্য জুড়ে একের পর এক রাজনৈতিক হিংসার ঘটনা। ভোটপরবর্তী এই হিংসার ঘটনায় প্রাণও গিয়েছে অনেকের। মহিলাদের উপর অত্যাচারের নানা অভিযোগও উঠে আসছে বিভিন্ন মহল থেকে। সেই পরিস্থিতিতে রাজ্যে আসেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। বর্তমান পরিস্থিতিতে কলকাতায় বাড়তি একদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু রাজ্য সরকার নানাভাবে তাঁর সঙ্গে অসহযোগিতা করেছে বলে অভিযোগ। এনিয়ে টুইটও করেছেন তিনি। কি লিখেছেন তিনি টুইটে?

তিনি লিখেছেন, 'গতকাল আমি কলকাতার সফরসূচি আরও একদিন সম্প্রসারিত করেছিলাম। কিন্তু রাজ্য সরকার আমাকে চায় না। সেকারণে সরকারের তরফে আমাকে বার্তাও দেওয়া হয়েছে। আমি যেন এখানে আনন্দের সঙ্গে বেড়াতে এসেছি। দুদিনের সফরে আমি বহু মহিলার সঙ্গে দেখা করেছি। তাঁদের চোখে যন্ত্রণা দেখেছি আমি। বহু ভয়াবহ ঘটনা আমি লিপিবদ্ধ করেছি।'

এরপরই সেই টুইটের সঙ্গে একটি সরকারি মেসেজ যেটি তাঁকে পাঠানো হয়েছিল সেটাও সংযুক্ত করেছেন তিনি। কী রয়েছে সেই মেসেজে?' জাতীয় মহিলা কমিশনের পরিবর্তিত সফরসূচি সরকার পেয়েছে। দুর্ভাগ্যবশত, বর্তমান কোভিড পরিস্থিতির জন্য আংশিক লকডাউনও সবেমাত্র ঘোষণা করা হয়েছে(সেই নির্দেশও নীচে দেওয়া হল)। গোটা জেলা প্রশাসনকে শুধু মাত্র কোভিড মোকাবিলার কাজে ও মানুষের জীবন রক্ষার কাজে মনোনিবেশ করতে বলা হয়েছে।  মুখ্য সচিব ও অন্যান্য পদস্থ কর্তারা পুরোপুরি কোভিড ম্যানেজমেন্টের কাজে ও নতুন সরকার গঠনের কাজে নিয়োজিত। এই পরিস্থিতিতে আমাকে বলা হয়েছে সম্মানীয় চেয়ারপার্সনকে অবহিত করতে যে, দয়া করে কর্মসূচি বাতিল করুন।কোভিড পরিস্থিতির উন্নতি হলে আমরা যথাযথভাবে তাঁকে অভ্যর্থনা করার অবস্থায় থাকব।' ওয়াকিবহাল মহলের মতে, কার্যত এই বার্তা ও পালটা বার্তার জেরে রাজ্য সরকারের সঙ্গে কমিশনের সংঘাত এবার চরমে।

 

বন্ধ করুন