বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

২৬ এপ্রিল আসানসোল উত্তরে ভোটগ্রহণ।(নিজস্ব ছবি)

২৬ এপ্রিল আসানসোল উত্তরে ভোটগ্রহণ।(নিজস্ব ছবি)

এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন মলয় ঘটক। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন আইএসএফের মহম্মদ মোস্তাকিম।

পশ্চিম বর্ধমান জেলা হল বর্ধমান বিভাগের একটি জেলা। এই জেলার সদর হল আসানসোল। এটি মূলত কয়লা ও শিল্প প্রধান জেলা। আসানসোল ও দুর্গাপুর মহকুমা নিয়ে এই নতুন জেলা তৈরির প্রস্তাব দেয় পশ্চিমবঙ্গ সরকার। ২০১৭ সালের ৭ এপ্রিল এই জেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র পশ্চিম বর্ধমান জেলার একটি বিধানসভা কেন্দ্র। আগে এই এলাকাটি বেশিরভাগ আসানসোল বিধানসভা কেন্দ্রের অধীনে ছিল। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র নামে আরেকটি কেন্দ্র রয়েছে।

আসানসোল পুরসভা এলাকা দু’‌টি বিধানসভা কেন্দ্রে বিভক্ত। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে যথাক্রমে ১ থেকে ৮, ১০ থেকে ১৭, ১৯, ২১ থেকে ৩৩ ওয়ার্ডগুলি আসানসোল পুরসভার অন্তর্গত। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রটি আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মলয় ঘটক জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৮৪ হাজার ৭১৫৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী নির্মল কর্মকার। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৬০ হাজার ৮১৮৷ তৃণমূল প্রার্থী মলয় ঘটক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নির্মল কর্মকারকে ২৩ হাজার ৮৯৭ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মলয় ঘটক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের রানু রায়চৌধুরীকে পরাজিত করেছিলেন।

২০০৬ সালের বিধানসভা নির্বাচন সিপিআইএমের প্রতিভারঞ্জন মুখোপাধ্যায় আসানসোল কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দোপাধ্যায় সিপিআইএমের গৌতম রায়চৌধুরীকে পরাজিত করেছিলেন। ১৯৯৬ সালে কংগ্রেসের তাপস বন্দোপাধ্যায় সিপিআইএমের গৌতম রায়চৌধুরীকে পরাজিত করেছিলেন। ১৯৯১ সালে সিপিআইএমের গৌতম রায়চৌধুরী এই আসনে জিতেছিলেন। তিনি বিজেপির বজরঙ্গী গুপ্তকে পরাজিত করেছিলেন। ১৯৮৭ সালে কংগ্রেসের প্রবুদ্ধ লাহা সিপিআইএমের গৌতম রায়চৌধুরীকে এই আসনে পরাজিত করেছিলেন। ১৯৮২ সালে সিপিআইএমের বিজয় পাল নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুকুমার বন্দোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। ১৯৭৭ সালে সিপিআইএমের হারাধন রায় কংগ্রেসের গোপিকারঞ্জন মিত্রকে এই আসনে পরাজিত করেছিলেন।

১৯৭২ সালে সিপিআইয়ের নিরঞ্জন দিহিদার এই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৭১ ও ১৯৬৯ সালে সিপিআইএমের ডা. লোকেশ ঘোষ জয়ী হয়েছিলেন। ১৯৬৭ সালে কংগ্রেসের গোপিকারঞ্জন মিত্র জিতেছিলেন। তার আগে ১৯৬২ সালে সিপিআইয়ের বিজয় পাল জিতেছিলেন। আবার ১৯৫৭ সালে কংগ্রেসের শিবদাস ঘটক জয়ী হয়েছিলেন।১৯৫১ সালে দেশের প্রথম নির্বাচনে ফরোয়ার্ড ব্লকের অতীন্দ্রনাথ বসু কংগ্রেসের যোগেন্দ্রনাথ রায়কে এই আসনে পরাজিত করেছিলেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

চোখে জল, চপার থেকে নামতেই দেবের পা জড়িয়ে ধরলেন মহিলা, তারপর? দেশে ফিরেই সরকারকে এক হাত নিলেন ভারতের পতাকা ওড়ানো পাকিস্তানি খেলোয়াড় কেন্দ্রীয় মন্ত্রীর কথপোকথনের অডিও গেহলটই দিয়েছিলেন তাঁর সহায়ককে! দাবি লোকেশের ৩০ তারিখ আরও ৫৯ হাজার জনের চাকরি যাবে, বিস্ফোরক দাবি BJP বিধায়ক অমরনাথ শাখার সজোরে ট্রাকে ধাক্কা গাড়ির, কাক ভোরে তেলেঙ্গানায় গতির বলি একই পরিবারের ৬ ‘সব মানুষকে খুশি করা কঠিন’, প্রধানমন্ত্রী 'মুসলিম কোটা' মন্তব্যে কুর্নিশ লারার আজ শুক্র মঙ্গলের ঘরে প্রবেশ করল, ৪ রাশির হতে পারে আর্থিক ক্ষতি, থাকতে হবে সতর্ক ‘‌সেদিন পিতা–পুত্র কেউ ছিল না’‌, নাম না করে শিশির–শুভেন্দুকে তুলোধনা মমতার ‘আপনি অনুপ্রেরণা ম্যাডাম’, মেদিনীপুর-হাওড়া লোকালের প্রথম মহিলা চালক দাদাগিরিতে মেয়ের ছবিতে এসকর্ট গার্ল লিখে পোস্টারিং, আন্তর্জাতিক টেনিস তারকার বিরুদ্ধে FIR

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.