প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।হাওড়ার পিলখানায় প্রচার চলাকালীন তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাওড়া উত্তরের বিজেপি প্রার্থী উমেশ রাই। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
এদিন পিলখানায় হাওড়া উত্তরের বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে সভা করতে এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাওয়াজ হুসেন। পুলিশের কাছে লিখিত অভিযোগ করে বিজেপির তরফে জানানো হয়েছে, পিলখানায় যখন তিনি সভা করছিলেন,তখন মহম্মদ ইসমাইল ওরফে টিপু, মহম্মদ সিকন্দর সহ আরো বেশ কয়েকজন সভাস্থলের কাছেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়।তাঁরা নানারকম উস্কানিমূলক মন্তব্য করতে থাকে। কিছুক্ষণ পর কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে পাথরও ছোড়ে তাঁরা। পুলিশের উপস্থিতিতেই এই সবকিছু হয়েছে।এদিন শাহনাওয়াজ নিজেও গোলাবাড়ি থানায় আসেন।পুলিশের কাছে সব ঘটনা বিস্তারিত জানান।এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ যাতে কড়া ব্যবস্থা নেয়, সেই আবেদনও করেন তিনি।