বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > আউসগ্রাম বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

আউসগ্রাম বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

২২ এপ্রিল আউসগ্রামে ভোট। (ছবি সৌজন্য নিজস্ব)

২২ এপ্রিল আউসগ্রামে ভোট। 

এই তফসিলি জাতি কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভেদানন্দ থাণ্ডের। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন কলিতা মাঝি‌। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে দাঁড়িয়েছেন সিপিআইএমের চঞ্চল মাঝি।

২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান জেলা বিভক্ত হয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়।পূর্ব বর্ধমান মূলত কৃষি প্রধান জেলা। একে পশ্চিম বঙ্গের শস্যভাণ্ডার বলা হয়। জেলার বৃহত্তম শহর বর্ধমান। ধান এই জেলার প্রধান ফসল। এছাড়া পাট, আলু, পেঁয়াজ, আখ হয়।আউসগ্রাম বিধানসভা কেন্দ্র পূর্ব বর্ধমান জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত।এই তফসিলি কেন্দ্রটি গুসকরা পুরসভা, আউসগ্রাম-১ সমষ্টি উন্নয়ন ব্লক, আউসগ্রাম-২ সমষ্টি উন্নয়ন ব্লকগুলির অন্তর্গত। এই বিধানসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভেদানন্দ থাণ্ডের জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯০ হাজার ৪৫০৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী বাসুদেব মেটে। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৮৪ হাজার ১৯৮৷ অভেদানন্দ থাণ্ডের তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সিপিএম প্রার্থী বাসুদেব মেটেকে ৬ হাজার ২৫২ ভোটে পরাজিত করেছিলেন।২০১১ সালের নির্বাচনে সিপিআইএমের বাসুদেব মেটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কংগ্রেসের চঞ্চলকুমার মণ্ডলকে পরাজিত করেছিলেন। ২০০৬, ২০০১ ও ১৯৯৬ সালে সিপিআইএমের কার্তিকচন্দ্র বাগ আউসগ্রাম (তফসিলি জাতি) কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল কংগ্রেসের ছায়া চৌধুরী, তৃণমূল কংগ্রেসের সুকুমার মণ্ডল ও কংগ্রেসের সুকুমার সাহাকে পরাজিত করেছিলেন।

১৯৯১, ১৯৮৭, ১৯৮২ ও ১৯৭৭ সালে সিপিআইএমের শ্রীধর মালিক নিকটতম প্রতিদ্বন্দ্বি যথাক্রমে কংগ্রেসের ছায়া রানী চৌধুরী, কংগ্রেসের বিশ্বম্বর মণ্ডল, কংগ্রেসের চঞ্চলকুমার মণ্ডল ও জনতা পার্টির মদন লোহারকে পরাজিত করেছিলেন। ১৯৭১—৭২ সালে সিপিআইএমের শ্রীধর মালিক এই আসনে জিতেছিলেন। ১৯৬৯ ও ১৯৬৭ সালে সিপিআইএমের কৃষ্ণচন্দ্র হালদার এই আসনে জিতেছিলেন। ১৯৬২ সালে কংগ্রেসের কানাইলাল দাস আউসগ্রাম বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.