বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > বেলডাঙা বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

বেলডাঙা বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

২৯ এপ্রিল বেলডাঙায় ভোট। (ছবি সৌজন্য নিজস্ব)

২৯ এপ্রিল বেলডাঙায় ভোট।

এই বিধানসভায় এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন হাসনুজ্জমান শেখ। এই আসনে বিজেপির প্রার্থী সুমিত ঘোষ। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে দাঁড়িয়েছেন কংগ্রেসের শেখ সইফুজ্জামান। 

বেলডাঙা বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার একটি বিধানসভা কেন্দ্র। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৭১ নম্বর বেলডাঙা বিধানসভা কেন্দ্রটি বেলডাঙা পৌরসভা, মহুলা-১, সুজাপুর-কুমারপুর, ভাবতা-১, দেবকুণ্ডু, ভাবতা-২ ও মির্জাপুর-১ গ্রাম পঞ্চায়েতগুলি বেলডাঙা-১ সমষ্টি উন্নয়ন ব্লকে পড়ছে। এছাড়া ভাকুরি-২, হরিদাসমাটি, নওদাপানুর, রাজধরপাড়া ও রাঙামাটি চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতগুলি বহরমপুর সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত রয়েছে। বেলডাঙা বিধানসভা কেন্দ্রটি বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী শেখ সইফুজ্জামান জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৮৭ হাজার ১৭৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী গোলাম কিবরিয়া মিঞা। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৫৬ হাজার ৭৩৬৷ কংগ্রেস প্রার্থী শেখ সইফুজ্জামান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী গোলাম কিবরিয়া মিঞাকে ৩০ হাজার ২৮১ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের নির্বাচনে কংগ্রেসের শেখ সইফুজ্জামান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি’‌র এমডি. রেফাতুল্লাকে পরাজিত করেছিলেন। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে আরএসপি’‌র এমডি. রেফাতুল্লা বেলডাঙা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের গোলাম কিবরিয়া মিঞাকে পরাজিত করেছিলেন। 

২০০১ সালে কংগ্রেসের গোলাম কিবরিয়া মিঞা আরএসপি’‌র তিমিরবরণ ভাদুড়িকে পরাজিত করেছিলেন। ১৯৯৬ সালে আরএসপি’র তিমিরবরণ ভাদুড়ি কংগ্রেসের নুরুল ইসলাম চৌধুরীকে এই আসনে পরাজিত করেছিলেন। ১৯৯১ ও ১৯৮৭ সালে কংগ্রেসের নুরুল ইসলাম চৌধুরী আরএসপির শেখ নওশাদ আলি ও ১৯৮২ সালে আরএসপি’র তিমিরবরণ ভাদুড়িকে হারিয়ে দেন।তার আগে ১৯৭৭ সালে আরএসপি’‌র তিমিরবরণ ভাদুড়ি কংগ্রেসের নুরুল ইসলাম চৌধুরীকে এই আসনে পরাজিত করেছিলেন। ১৯৭১—৭২ সালে আরএসপি’‌র তিমিরবরণ ভাদুড়িএই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৬৯ সালে নির্দলের মহম্মদ খুদা বাকশ জিতেছিলেন।আবার ১৯৬৭ সালে কংগ্রেসের এ লতিফ এই আসনে জয়লাভ করেছিলেন। তারও আগে ১৯৬২ সালে আরএসপি’‌র দেবসারন ঘোষ জিতেছিলেন। ১৯৫৭ ও ১৯৫১ সালে দেশের প্রথম নির্বাচনে কংগ্রেসের পরিমল ঘোষ বেলডাঙা আসনে জয়ী হয়েছিলেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.