এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরেশ পাল। অন্য দিকে, বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন কাশীনাথ বিশ্বাস। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে দাঁড়াচ্ছেন সিপিআইএমের রাজীব বিশ্বাস।
কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর। এই শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল মহানগর। সুতানুটি, ডিহি কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে মূল কলকাতা শহরটি গড়ে ওঠে। সপ্তদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত এই গ্রামগুলির শাসনকর্তা ছিলেন মুঘল সম্রাটের অধীনস্থ বাংলার নবাবেরা। ১৬৯০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কাছ থেকে বাংলায় বাণিজ্য সনদ লাভ করেছিল। এরপর কোম্পানি কলকাতায় একটি দুর্গবেষ্টিত বাণিজ্যকুঠি গড়ে তোলে। ১৭৫৬ সালে নবাব সিরাজদ্দৌলা কলকাতা জয় করেছিলেন। কিন্তু পরের বছরই কোম্পানি আবার শহরটি দখল করে নিয়েছিলেন। এর কয়েক দশকের মধ্যেই কোম্পানি বাংলায় যথেষ্ট প্রতিপত্তি অর্জন করেছিল। ১৭৯৩ সালে ‘নিজামৎ’ বা স্থানীয় শাসনের অবলুপ্তি ঘটিয়ে এই অঞ্চলে পূর্ণ সার্বভৌমত্ব কায়েম করেছিল।
সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১৬৪ নম্বর বেলেঘাটা বিধানসভা কেন্দ্রটি কলকাতা পৌরসংস্থার ২৮, ২৯, ৩০, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডগুলি নিয়ে গঠিত। বেলেঘাটা বিধানসভা কেন্দ্র কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০০৯ সালের সাধারণ নির্বাচনের আগে এই কেন্দ্রটি কলকাতা উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরেশ পাল জিতেছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৮৪ হাজার ৮৪৩৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের রাজীব বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৫৮ হাজার ৬৬৪৷ তৃণমূল প্রার্থী পরেশ পাল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের সিপিএমের রাজীব বিশ্বাসকে ২৬ হাজার ১৭৯ ভোটে পরাজিত করেছিলে।