বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > বীজপুর (পশ্চিমবঙ্গ বিধানসভা) ভোট 2021 LIVE: জয়ী তৃণমূলের সুবোধ অধিকারী

বীজপুর (পশ্চিমবঙ্গ বিধানসভা) ভোট 2021 LIVE: জয়ী তৃণমূলের সুবোধ অধিকারী

বীজপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল লাইভ।

বীজপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল লাইভ।

বীজপুর বিধানসভা নির্বাচনে ৬৬,৬২৫ ভোট পেয়ে জয়ী তৃণমূলের সুবোধ অধিকারী। অন্যদিকে বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় পরাজিত হয়েছেন।

এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সুবোধ অধিকারী। এই আসনে বিজেপির তরফে দাঁড়িয়েছেন শুভ্রাংশু রায়। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে দাঁড়িয়েছেন সিপিআইএমের সুকান্ত রক্ষিত।

উত্তর ২৪ পরগনা জেলা কলকাতা শহরের উত্তরপূর্ব দিকের একটি জেলা। জেলাটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত। ১৯৮৩ সালে ডঃ অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি এই জেলাকে বিভাজনের সুপারিশ করেন। ১৯৮৬ সালের ১ মার্চ ২৪ পরগণা জেলাটিকে দু’‌ভাগ করে ওই জেলার উত্তরাংশ নিয়ে উত্তর ২৪ পরগণা জেলা স্থাপন করা হয়৷ এর প্রশাসনিক ভবন ও সদর দপ্তর বারাসত শহরে অবস্থিত৷ বারাসত, বারাকপুর, বনগাঁ, বসিরহাট, বিধাননগর এই পাঁচটি মহকুমা নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা গঠিত হয়েছে।

বীজপুর বিধানসভা কেন্দ্র উত্তর ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। বীজপুর বিধানসভা কেন্দ্রটি কাঁচরাপাড়া পৌরসভা ও হালিশহর পৌরসভার অন্তর্গত। বীজপুর বিধানসভা কেন্দ্রটি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভ্রাংশু রায় জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭৬ হাজার ৮৪২৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী ডঃ রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ২৮ হাজার ৮৮৮৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভ্রাংশু রায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী ডঃ রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ৪৭ হাজার ৯৫৪ ভোটে পরাজিত করেন। ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শুভ্রাংশু রায় তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের নির্ঝরিণী চক্রবর্তীকে পরাজিত করেন।

২০০৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের ডা. নির্ঝরিণী চক্রবর্তী বীজপুর কেন্দ্র থেকে জয়ী হন। তৃণমূল কংগ্রেসের কল্যাণী বিশ্বাস(বসু)কে পরাজিত করেন তিনি। ২০০১ সালের নির্বাচনে সিপিআইএমের জগদীশচন্দ্র দাস তৃণমূল কংগ্রেসের অকুল দাসের পুত্র জগদীশ দাসকে পরাজিত করেন। ১৯৯৬ সালে সিপিআইএমের কমল সেনগুপ্ত বসু এই আসনে কংগ্রেসের মৃণালকান্তি সিংহরায়কে পরাজিত করেন।

১৯৯১ ও ১৯৮৭ সালে সিপিআইএমের জগদীশচন্দ্র দাস কংগ্রেসের বিমলানন্দ দত্তকে পরাজিত করেছিলেন। ১৯৮২ সালে জগদীশচন্দ্র কংগ্রেসের প্রবীর বন্দ্যোপাধ্যায় ও ১৯৭৭ সালে কংগ্রেসের অকুল দাসের পুত্র জগদীশ দাসকেও পরাজিত করেন। ১৯৭১—৭২ সালে কংগ্রেসের অকুল দাসের পুত্র জগদীশচন্দ্র দাস এই আসনে জয়ী হয়েছিলেন। আবার ১৯৬৯ ও ১৯৬৭ সালে সিপিআইএমের জগদীশচন্দ্র দাস এই আসনে জিতেছিলেন। ১৯৬২ সালে সিপিআইয়ের মনোরঞ্জন রায় জেতেন। ১৯৫৭ ও ১৯৫১ সালের দেশের প্রথম নির্বাচনে সিপিআইয়ের নিরঞ্জন সেনগুপ্ত বীজপুর আসনে জিতেছিলেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.