বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > বিষ্ণুপুর (পশ্চিমবঙ্গ) বিধানসভার ভোটের ফলাফল: তৃণমূলের দিলীপ মণ্ডল

বিষ্ণুপুর (পশ্চিমবঙ্গ) বিধানসভার ভোটের ফলাফল: তৃণমূলের দিলীপ মণ্ডল

বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল লাইভ।

বিষ্ণুপুর (দক্ষিণ ২৪ পরগনা) বিধানসভা কেন্দ্রের ফলাফল লাইভ।

এই আসনে এগিয়ে ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে জিতলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ মণ্ডল। বিজেপির প্রার্থী অগ্নিশ্বর নস্কর ৩২.৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে।

এই কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত।এই বিধানসভায় এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন দিলীপ মণ্ডল। এই কেন্দ্র বিজেপির তরফে দাঁড়াচ্ছেন অগ্নিশ্বর নস্কর। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএম প্রার্থী ঝুমা কয়াল।

দক্ষিণ ২৪ পরগনা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত জেলা। জেলার সদর আলিপুরে। বাসন্তী এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই জেলার উত্তরদিকে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা, পূর্ব দিকে বাংলাদেশ, পশ্চিম দিকে হুগলি নদী ও দক্ষিণ দিকে বঙ্গোপসাগর রয়েছে। বিষ্ণুপুর এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। 

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ১০৭,১২৯৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী অলোক সর্দার৷ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৭৬,৪৯৯৷ ২০০৯ সালে বিষ্ণুপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের বিধায়ক রথীন সরকারের মৃত্যুর কারণে উপনির্বাচন হয়েছিল। উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্র সিপিআইএমের ইস্কান্দার হোসেনকে পরাজিত করেন।

২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিআইএমের আনন্দকুমার বিশ্বাস বিষ্ণুপুর পূর্ব (তফসিলি জাতি) কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দিলীপ মণ্ডলকে পরাজিত করেছিলেন। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের দিলীপ মণ্ডল সিপিআইএমের আনন্দকুমার বিশ্বাসকে এই আসনে পরাজিত করেছিলেন। ২০০১ সালে বিষ্ণপুর পশ্চিম থেকে তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সী সিপিআইএমের রথীন সরকারকে পরাজিত করেছিলেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.