
দিদির সম্পর্কে যা জানি বললে বিস্ফোরণ হবে: সোনালী গুহ
১ মিনিটে পড়ুন . Updated: 09 Mar 2021, 08:18 PM IST- সোনালী গুহর দাবি, ‘তৃণমূল হোক বা দিদির বিষয়ে আমি যতটা জানি, কেউ জানে না। আমি দিদির যতটা কাছে ছিলাম কেউ ছিল না।
তৃণমূলে টিকিট না পেয়ে সোমবার দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী সোনালী গুহ। সিঙুর হোক বা নন্দীগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্রেম থেকে তাঁকে বার করা ফটোগ্রাফারদের কাছে ছিল দুঃসাধ্য কাজ। সেই সোনালী গুহ বিজেপিতে যোগদান করে বোমা ফাটালেন তাঁর প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে। সাতগাছিয়ার বিদায়ী বিধায়কের হুঁশিয়ারি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি মুখ খুললে বিস্ফোরণ হয়ে যাবে।’
মঙ্গলবার এক সাক্ষাৎকারে সোনালী জানিয়েছেন, ‘দলের সঙ্গে সম্পর্ক অনেক দিন ধরেই ভাল নয়। সওকত মোল্লাকে আমার বিধানসভা এলাকার পর্যবেক্ষক নিয়োগ করেছিল দল। দলের স্বার্থে তাও মেনে নিয়েছিলাম।’ তিনি জানিয়েছেন, সাতগাছিয়া থেকে এবার জিতে জ্যোতিবাবুর রেকর্ড ছোঁয়ার ইচ্ছা ছিল। কিন্তু হল না।
সোনালী গুহর দাবি, ‘তৃণমূল হোক বা দিদির বিষয়ে আমি যতটা জানি, কেউ জানে না। আমি দিদির যতটা কাছে ছিলাম কেউ ছিল না। দিদি বা দল সম্পর্কে যা যা জানি সে সব বললে বিস্ফোরণ হবে। আমি ব্যক্তি আক্রমণ করতে চাই না। রাজনৈতিকভাবেই লড়বো। দল যা বলবে করবো।’
সঙ্গে তিনি বলেন, ‘দল না বললে নন্দীগ্রামে প্রচারে যাবো না। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়নি। দলের নির্দেশ মেনে কাজ করবো।’
গত শুক্রবার তৃণমূলের প্রার্থীতালিকায় নাম না থাকায় কান্নায় ভেঙে পড়েন সোনালী গুহ। বলেন, ‘দিদি আমাকে বার করে দিল? ভগবান দিদিকে সুমতি দিন।’