দু'জন আপাতত প্রবল প্রতিপক্ষ। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে দু'জনেই যেন কোথাও মিলে গেলেন। গত বুধবার একাধিক মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। করেছিলেন পদযাত্রা। ৪৮ ঘণ্টা পর একই কায়দায় হলদিয়ায় মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পেশ করলেন শুভেন্দু অধিকারী।
মমতার বিরুদ্ধে লড়াইয়ে মনোনয়ন জমা, ২ মে মিষ্টি খেয়ে যাওয়ার আমন্ত্রণ শুভেন্দুর
হলদিয়ার মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সকালে সিংহবাহিনী মন্দিরে পুজো দেন শুভেন্দু। জানকীনাথ মন্দিরে যজ্ঞ করেন। তারপর হলদিয়ার সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানান। সভা শেষে ক্ষুদিরাম মোড় থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর বিষয়েও আত্মবিশ্বাসী তিনি। বলেন, ‘২ মে আমার বাড়িতে এসে মিষ্টি খেয়ে যাবেন।’
চুরি-দুর্নীতি-হত্যা হেভিওয়েট তৃণমূল-বিজেপি, আমরা মানুষের ওয়েটে জিতব : মীনাক্ষী
নন্দীগ্রামের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় : গোটা পশ্চিমবঙ্গের খেটে যাওয়া মানুষের জন্য বিকল্প সরকার। চুরিতে হেভিওয়েট, দুর্নীতিতে হেভিওয়েট, মানুষকে খুনে হেভিওয়েট। আমরা কম ওয়েট হলেও মানুষের ভারে জিতব।
শুভেন্দু জামানত রাখতে পারবেন কিনা, ভেবে দেখুন, কটাক্ষ পার্থের
পার্থ চট্টোপাধ্যায় : শুভেন্দু অধিকারী জামানত রাখতে পারবেন কিনা, ভেবে দেখুক। হারানো তো দূর অস্ত।
মনোনয়নপত্র জমা শুভেন্দুর
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে হলদিয়ায় মহকুমা শাসক দফতরে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী।
রোড শো করে মনোনয়ন জমা দিতে পৌঁছালেন শুভেন্দু
রোড শো করে হলদিয়ায় মহকুমা শাসক দফতরে মনোনয়ন জমা দিতে পৌঁছালেন শুভেন্দু অধিকারী।
রোড শো করে মনোনয়ন জমা দেওয়ার পথে শুভেন্দু
হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে রোড শো করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
দুই-তিন দিনের মধ্যে ফিল্ডে ফিরব, হুইল চেয়ারে প্রচার করব-হাসপাতাল থেকে বার্তা মমতার
দুই-তিন দিনের মধ্যে ফিল্ডে ফিরব, হুইল চেয়ারে প্রচার করব-হাসপাতাল থেকে বার্তা মমতার
মমতার আঘাতে 'গভীর ষড়যন্ত্র' দেখছে তৃণমূল, চলছে তদন্ত
মমতার আঘাতে 'গভীর ষড়যন্ত্র' দেখছে তৃণমূল, চলছে তদন্ত।
একধাক্কায় অর্ধেক মমতার সম্পদ, ব্যাঙ্কে কত টাকা আছে? কত টাকার গয়না আছে?
একধাক্কায় প্রায় অর্ধেক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ। বুধবার হলদিয়ার মহকুমা শাসকের কার্যালয়ে দাখিল করা হলফনামা অনুযায়ী, এখন মমতার মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি ৭২ লাখ টাকা। পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে তা ছিল প্রায় ৩১ লাখ টাকা। এছাড়াও মমতার ব্যাঙ্কে কত টাকা আছে, কত টাকার গয়না আছে তাঁর, হাতে নগদ কত টাকা আছে, জেনে নিন -
মমতা-শুভেন্দুর কেন্দ্রে মনোনয়নপত্র জমার পথে CPIM প্রার্থী মীনাক্ষী
শুক্রবার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন সংযুক্ত মোর্চা সমর্থিক নন্দীগ্রামের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
'মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝান্ডা নতুন', হলদিয়ায় বললেন শুভেন্দু
হলদিয়ার মঞ্জুশ্রী রোডে শুভেন্দু অধিকারী বলেন, 'মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝান্ডা নতুন, প্রতীক পদ্মফুল।'
'২ মে বাড়িতে এসে মিষ্টি খেয়ে যাবেন’, মমতাকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু
নন্দীগ্রামে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘২ মে আমার বাড়িতে এসে মিষ্টি খেয়ে যাবেন।’
নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু
নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু অধিকারী। এতদিন হলদিয়ার ভোটার ছিলেন। যা রাজনৈতিকভাবে ‘ভূমিপুত্র’ প্রমাণের বড়সড় চাল বলে মত রাজনৈতিক মহলের।
চারদিনে ৩ বার বাংলায় জনসভা মোদীর, শনিবার বাকি ২৩৪ প্রার্থী নিয়ে বৈঠক : সূত্র
চারদিনে ৩ বার বাংলায় জনসভা মোদীর, শনিবার বাকি ২৩৪ প্রার্থী নিয়ে বৈঠক : সূত্র – আরও পড়ুন
জানকীনাথ মন্দিরে পুজোর পর রোড শো শুভেন্দুর
এবার নন্দীগ্রাম বাজারের জানকীনাথ মন্দিরে পুজো দেবেন শুভেন্দু অধিকারী। তারপর হলদিয়ায় রোড শো করে মনোনয়ন জমা দিতে যাবেন।
সিংহবাহিনী মন্দিরে পুজো শুভেন্দু
সকাল ৯ টা ৫ মিনিটে নন্দীগ্রামের সোনাচূড়ার তেখালিয়া সেতুর পাশে সিংহবাহিনী মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। পুজো দেওয়ার পর তিনি বলেন, ‘আমি প্রতিবারই মনোনয়ন জমা দেওয়ার আগে এখানে পুজো দিতে আসি। এটা তো আমার প্রথম মনোনয়ন নয়। এটা আমার আস্থার জায়গা।’
মন্দিরে পুজো, রোড শো - মমতার ধাঁচেই নন্দীগ্রামের মনোনয়ন পেশের পথে শুভেন্দু
দু'জন আপাতত প্রবল প্রতিপক্ষ। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে দু'জনেই যেন কোথাও মিলে গেলেন। গত বুধবার একাধিক মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। করেছিলেন পদযাত্রা। ৪৮ ঘণ্টা পর একই কায়দায় হলদিয়ায় মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পেশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। পার্থক্য বলতে মমতার রোড শো'তে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনিই। আর শুভেন্দুর রোড শো'তে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান এবং বাবুল সুপ্রিয়।