আগামী ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজ্য সফরে আসছেন বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। এবারও তাঁর সফরে রয়েছে মনীষী বন্দনার কর্মসূচি। সিধো–কানহু, ঠাকুর পঞ্চানন বর্মার পর এবার তালিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মঙ্গল পান্ডে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কবি সুকান্ত ভট্টাচার্যও।
বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার যুব সংকল্প যাত্রার সূচনা করে একঝাঁক মনীষীকে শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে জে পি নড্ডার। ব্যারাকপুরে স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডে স্মৃতিস্মারকে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটেতেও যাবেন তিনি। সম্প্রতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ তাঁদের বাসভবনের পাশে একটি বহুতল ওঠা নিয়ে অভিযোগ জানান। বিভূতিভূষণের সেই ভিটেতেও যেতে পারেন নড্ডা।
বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তাই বাঙালিদের মন পেতে কোনওরকম খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। তা ছাড়া রাজ্যের শাসকদল তৃণমূলের দেওয়া ‘বহিরাগত’ তকমা মুছে ফেলতে বিজেপি–র অন্যতম চেষ্টা বাঙালি ও বাংলার মনীষীদের শ্রদ্ধা জানানো, এমনই মনে করছে ওয়াকিবহল মহল।
শুধু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়রা নয় ২৫ তারিখ বামপন্থী কবি সুকান্ত ভট্টাচার্যকেও শ্রদ্ধা জানাতেই চাইছেন জে পি নড্ডা। এমনই খবর বঙ্গ বিজেপি সূত্রে। উল্লেখ্য, নৈহাটিতে তাঁর মামাবাড়িতে জন্মেছিলেন সুকান্ত ভট্টাচার্য। নৈহাটির আরও বেশ কিছু খ্যাতনামা ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে চাইছে গেরুয়া শিবির। যেমন, ব্রাহ্ম আন্দোলনের পুরোধা কেশবচন্দ্র সেন, সুরকার–গীতিকার শ্যামল মিত্র, বিশিষ্ট সাহিত্যিক হরপ্রসাদ শাস্ত্রী, বিশিষ্ট ঔপন্যাসিক সমরেশ বসু প্রমুখ। তবে এখনও এই তালিকা চূড়ান্ত নয়। এখনও চলছে ঝাড়াই–বাছাই।