
রাজ্যে BJP এলে NRC নয়, লাগু হবে শুধু CAA: কৈলাস
১ মিনিটে পড়ুন . Updated: 04 Apr 2021, 10:11 PM IST- কৈলাস জানিয়েছেন, ‘বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করতে বিশেষ পদক্ষেপ নেবে। অনুপ্রবেশের কারণে কাজের সুযোগ হারাচ্ছেন এখানকার মানুষ।’
বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে NRC করার কোনও পরিকল্পনা নেই। তবে লাগু করা হবে CAA. মানুষকে ভুল বোঝাতে NRC নিয়ে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল। রবিবার এমনই দাবি করলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। এদিন এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
এদিন কৈলাস জানান, বিজেপি ক্ষমতায় এলে NRC করার কোনও পরিকল্পনা যে নেই তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তবে ক্ষমতায় এসে প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গে CAA লাগু করবে বিজেপি। এতে গোটা দেশের প্রায় ২.৫ কোটি মানুষ উপকৃত হবেন। কৈলাস বলেন, ‘প্রতিবেশী দেশে যারা ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে এদেশে আসতে বাধ্য হয়েছেন তাদের নাগরিকত্ব দেবে ভারত। তবে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা নেই আমাদের।’
কৈলাস জানিয়েছেন, ‘বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করতে বিশেষ পদক্ষেপ নেবে। অনুপ্রবেশের কারণে কাজের সুযোগ হারাচ্ছেন এখানকার মানুষ।’
সঙ্গে নির্বাচন কমিশন ও EVM নিয়ে তৃণমূলের অভিযোগকে সারবত্তাহীন বলে দাবি করেছেন এই বিজেপি নেতা। তিনি বলেন, ‘গত ২ বার এই নির্বাচন কমিশন এই EVM-এই জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি কোনও অভিযোগ তোলেননি। আজ হার নিশ্চিত জেনে এসব শিশুসুলভ অভিযোগ করছেন।’
তিনি বলেন, ‘গত ১০ বছর ধরে করা নিজের অপকর্মগুলোকে ঢাকতেই বহিরাগত তত্ত্বের আমদানি করেছেন মমতা। তাদের কাছে বলার মতো আর কিছু বাকি নেই। ’