বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > রবীন্দ্রনাথকে নিয়ে তুলকালাম সিঙ্গুর, প্রার্থী বদলের দাবিতে নেতার বাড়ি ভাঙচুর

রবীন্দ্রনাথকে নিয়ে তুলকালাম সিঙ্গুর, প্রার্থী বদলের দাবিতে নেতার বাড়ি ভাঙচুর

সিঙুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। 

এবার একই দাবি নিয়ে সিঙ্গুরে বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডের বাড়িতে তুমুল ভাঙচুর চালানো হল।

দিলীপ ঘোষের সঙ্ঘের পাঠ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েও লাভ হচ্ছে না। দু’‌দিন আগেই প্রার্থী পছন্দ না হওয়ায় পথ অবরোধ ও অনশনে বসেছিলেন সিঙ্গুরের কর্মী–সমর্থকরা। প্রার্থী বদল করতে হবে বলে শোরগোল ফেলে দেওয়া হয়েছিল। এবার একই দাবি নিয়ে সিঙ্গুরে বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডের বাড়িতে তুমুল ভাঙচুর চালানো হল। এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপিরই কর্মীদের বিরুদ্ধে। সুতরাং প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রশমন করতে পারছেন না বিজেপি শীর্ষ নেতৃত্ব।

জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিজেপি সিঙ্গুরের প্রার্থী করায় তুমুল অসন্তোষ দেখা দিয়েছে। দলের কর্মীদের মধ্যে ক্ষোভ রাস্তায় নেমে এসেছে। আর তাঁকে বদলের দাবিতে বিক্ষোভ শুরু করে বিজেপির একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রবীন্দ্রনাথের ছেলে তুষারকে ফোন করে তাঁর বাবাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুঁশিয়ারি দিয়েছে সিঙ্গুর বিজেপির বিক্ষুব্ধ নেতারা। রবীন্দ্রনাথের বক্তব্য, বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব যেটা বলবেন তিনি তাই করবেন।

বৃহস্পতিবার বিজেপি কর্মীরা সিদ্ধান্ত নেন, অনশন শুরু করবেন। হুগলি জেলা বিজেপির সহ–সভাপতি সঞ্জয় পাণ্ডে প্রথম থেকেই রবীন্দ্রনাথের প্রার্থী হওয়ার বিরোধী ছিলেন। তবে অনশন মঞ্চে তাঁকে দেখা যায়নি। তা থেকেই ধরে নেওয়া হয় তিনি দু’‌নৌকায় পা দিয়ে চলছেন। এই ঘটনা থেকেই বিরোধের সূত্রপাত। শুক্রবার রাতে সিঙ্গুরে সঞ্জয়ের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। সেখানে সিঙ্গুর মণ্ডলের সভাপতিও হাজির ছিলেন বলে অভিযোগ।

এই ঘটনার প্রেক্ষিতে হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘সিঙ্গুরে যে ঘটনা ঘটছে তা বহিরাগতদের মদতে ঘটেছে। আমাদের দলের কিছু কর্মী ভুল পদক্ষেপ করেছে। প্রার্থী বদলের ব্যাপারে আমার কাছে কোনও খবর নেই। এটা কোনও প্রক্রিয়া নয়। কারণ বিজেপির প্রার্থী ঠিক করেন কেন্দ্রীয় নেতৃত্ব। আশা করি দু’একদিনের মধ্যে সব মিটে যাবে।’

ভোটযুদ্ধ খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.