বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > দলবদলের ঝাঁপ বন্ধ বিজেপির, গোষ্ঠীকোন্দলের জেরেই কি ‘শুদ্ধিকরণ’-এর সিদ্ধান্ত?

দলবদলের ঝাঁপ বন্ধ বিজেপির, গোষ্ঠীকোন্দলের জেরেই কি ‘শুদ্ধিকরণ’-এর সিদ্ধান্ত?

কৈলাস বিজযবর্গীয়{ (ফািল ছবি, সৌজন্য পিটিআই)

শুদ্ধিকরণ নাকি গোষ্ঠীকোন্দল ঠেকানোর পন্থা?

সবার জন্য আর দরজা খোলা রাখতে চাইছে না বিজেপি। এবার বিধানসভা নির্বাচনের আগে দরজা বন্ধ করে শুদ্ধিকরণের রাস্তায় হাঁটতে চলেছে গেরুয়া শিবির বলে খবর।

ভোট শেষ না হওয়া পর্যন্ত অন্য দল থেকে আর কাউকে দলে নেওয়া হবে না বলেই ঘোষণা দলের। কৈলাস বিজয়বর্গীয়ই তা স্পষ্ট করেছেন। দল ও সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান, ‘মানুষের জন্য কাজ করতে চাওয়ার তাগিদ’ প্রবণতা ক্রমশ বাড়ছিল। এই ফর্মুলা মেনেই গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছেন বিধায়ক, মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে ছোট–বড় নেতা।

এই পরিস্থিতিতে 'দলবদলু'-দের অবাধ প্রবেশে অবশেষে রাশ টানল বিজেপি। তৃণমূল কংগ্রেস থেকে আসা নেতা বা জনপ্রতিনিধিদের গেরুয়াকরণে আপাতত রাশ টানলেন স্বয়ং অমিত শাহ। ইতিমধ্যেই আদি–নব্যের লড়াইয়ে বেসামাল বঙ্গ–বিজেপি। নেপথ্যে কারণ একটাই—দলবদল। তাই পার্টিকে ‘তৃণমূলের বি–টিম’ হওয়া থেকে আটকাতে ‘দরজা বন্ধ’ করার সিদ্ধান্তই নিল কেন্দ্রীয় নেতৃত্ব।

এই বিষয়ে কৈলাস বিজয়বর্গীয় সাফ বলেন, ‘‌নির্বাচনের আগে নতুন করে বিজেপিতে যোগদান আমরা বন্ধ রাখছি। আপাতত আর কাউকে যোগদান করানো হবে না।’‌ যাঁরা ইতিমধ্যেই বিজেপিতে গিয়েছেন, তাদের তালিকাটা বেশ লম্বা। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, বনশ্রী মাইতি, বিশ্বজিত্‍ কুণ্ডু, সৈকত পাঁজা, দিপালী বিশ্বাস, সুকরা মুণ্ডা, শীলভদ্র দত্ত–সহ আরও অনেকেই।

রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে যোগদান মেলার পর অনির্দিষ্টকালের জন্য দলবদল পর্বে ছেদ পড়তে চলেছে বলে স্বীকার করে নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর স্পষ্ট বার্তা, ‘বিজেপিকে কোনওভাবেই তৃণমূলের বি–টিম হতে দেব না। তাই আপাতত বিজেপির দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে।’ জাতীয় বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এই নেতা আরও বলেন, ‘আমাদের কাছে ৪০ জনের বেশি বিধায়কের আবেদন রয়েছে। প্রত্যেকের সম্পর্কে এলাকা ধরে ধরে সমীক্ষা করা হবে। কারও বিরুদ্ধে দুর্নীতি, বালি–কয়লা–গরু কেলেঙ্কারির অভিযোগ থাকলে দলে নেওয়া হবে না’।

এভাবে লকগেট খুলে দেওয়াটা বরাবরই সংঘের না পসন্দ। সূত্রের খবর, জানুয়ারি মাসেই আরএসএসের পক্ষ থেকে বিজেপিকে জানানো হয়। দলের নীতি–আদর্শের সঙ্গে পরিচয় না করিয়ে, স্রোতের মতো লোক নিলে তার দাম চোকাতে হবে। এসব বন্ধ করতে হবে। উল্লেখ্য, জেলাস্তরে ‘দলবদলু’-দের নিয়ে অসন্তোষ ক্রমেই চরম আকার নিচ্ছে। পূর্ব বর্ধমানের পার্টি অফিস জ্বালানোর ঘটনা গেরুয়া শিবিরে আদি–নব্যের দ্বন্দ্বকে বেআব্রু করে দিয়েছিল। তারপর সোনারপুরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই দুই গোষ্ঠীর হাতাহাতি পরিস্থিতি আরও ঘোরালো করেছে।

এই পরিস্থিতি সামলাতেই এমন সিদ্ধান্ত। রাজনৈতিক মহলের মতে, বেনো জল আটকাতে গেট বন্ধ করতেই হত। কারণ ভোটের মুখে নতুনদের এনে সংগঠন মজবুত করা সম্ভব নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ২০১৬ সালে মাত্র তিনটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। যার মধ্যে ছিলেন খড়্গপুর থেকে জিতে আসা দিলীপ ঘোষও। ২০১৯ সালে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা ভোটে মেদিনীপুর থেকে জয়ী হন। ওই বছরই বিধানসভা উপনির্বাচনে আরও চারটি আসন জেতে বিজেপি। মোট বিধায়ক সংখ্যা হয় ৬। তারপর থেকে এ পর্যন্ত মোট ২৪ জন বিধায়ক বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেছেন। কিন্তু আসন্ন ভোটে তাঁদের কতজন টিকিট পাবেন? উঠছে প্রশ্ন।

ভোটযুদ্ধ খবর

Latest News

৩০ তারিখ আরও ৫৯ হাজার জনের চাকরি যাবে, বিস্ফোরক দাবি BJP বিধায়ক অমরনাথ শাখার সজোরে ট্রাকে ধাক্কা গাড়ির, কাক ভোরে তেলেঙ্গানায় গতির বলি একই পরিবারের ৬ ‘সব মানুষকে খুশি করা কঠিন’, প্রধানমন্ত্রী 'মুসলিম কোটা' মন্তব্যে কুর্নিশ লারার আজ শুক্র মঙ্গলের ঘরে প্রবেশ করল, ৪ রাশির হতে পারে আর্থিক ক্ষতি, থাকতে হবে সতর্ক ‘‌সেদিন পিতা–পুত্র কেউ ছিল না’‌, নাম না করে শিশির–শুভেন্দুকে তুলোধনা মমতার ‘আপনি অনুপ্রেরণা ম্যাডাম’, মেদিনীপুর-হাওড়া লোকালের প্রথম মহিলা চালক দাদাগিরিতে মেয়ের ছবিতে এসকর্ট গার্ল লিখে পোস্টারিং, আন্তর্জাতিক টেনিস তারকার বিরুদ্ধে FIR বাবা - মা থাকেন না বাড়িতে, তাপপ্রবাহের মধ্যে রিলস বানাতে গিয়ে মৃত্যু কিশোরীর চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য, SC-তে মামলা চলাকালীনও মিলবে মাইনে চিতার মুখ থেকে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটারকে বাঁচিয়ে আনলেন পোষ্য কুকুর

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.