বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > আগুনে পুড়ল মালদহে বিজেপির দলীয় কার্যালয়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আগুনে পুড়ল মালদহে বিজেপির দলীয় কার্যালয়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মালদহে আগুনে পুড়িয়ে দেওয়া হল বিজেপির দলীয় কার্যালয় (‌ছবি স্ক্রিনগ্র‌্যাব)‌

অভিযোগের তির তৃণমূলের দিকে।

এলাকা দখল ঘিরে হিংসা অব্যাহত। ‌সপ্তম দফা ভোটের আগেই আগুনে পুড়িয়ে দেওয়া হল বিজেপির দলীয় কার্যালয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও তা অস্বীকার করেছে তৃণমূল নের্তৃত্ব।

শনিবার ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের গোপালপুর অঞ্চলের বালুটোলা গ্রামে। ভোটের আগে এই ধরনের ঘটনায় আতঙ্কিত গোটা গ্রাম। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

স্থানীয় বিজেপি নেতা তাজমুল হক বলেন, ‘‌শনিবার সারাদিন কাজ করে রাতে এই নির্বাচনী দফতরে আসি। রাত ১১টা নাগাদ দফতর বন্ধ করে বাড়ি যাই। আমাদের দফতরের কিছুটা দূরে তৃণমূলের কিছু লোকজন রাতে বসেছিল। কিছুক্ষণ পরে আমায় খবর দেওয়া হয়, দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এরপর এই গোটা ঘটনা লিখিত ভাবে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছি। এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের জড়িত রয়েছে। এই এলাকায় তৃণমূল কংগ্রেস তাদের মাটি হারিয়ে ফেলেছে। তার জেরেই এখন এলাকায় নির্বাচনী দফতর জ্বালিয়ে দিয়ে সন্ত্রাস করতে চাইছে। আমরা গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি।’‌

পালটা তৃণমূল কংগ্রেসের গোপালপুর অঞ্চলের সভাপতি মোহাম্মদ নাসির বলেন, ‘‌সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল এসব কাজের সঙ্গে যুক্ত থাকে না। বিজেপি পরিকল্পনামাফিক করে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছে পুলিশ তদন্ত করবে। এই এলাকায় বিজেপির কিছুই নেই অযথা এখানে মিথ্যে অভিযোগ করছে বিজেপি।’‌

বন্ধ করুন