বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > আনিসুরের বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহারের রাজ্যের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চেও

আনিসুরের বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহারের রাজ্যের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চেও

কলকাতা হাইকোর্ট। 

হাইকোর্টের দ্বারস্থ হয় কোরবান শাহের পরিবার। খুনের মামলা প্রত্যাহারের বিরোধিতা করে আদালতে আবেদন করে তারা। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেদিনই রায় দিয়ে জানান, মামলা প্রত্যাহার করা যাবে না।

বিজেপি নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে থাকা খুনের মামলা রাজ্য সরকার প্রত্যাহার করতে পারবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে একই রায় দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। যার ফলে ভোটের আগে আনিসুরকে জেল থেকে বার করে শুভেন্দুর বিরুদ্ধে মাঠে নামানোর তৃণমূলের পরিল্পনা কার্যত ভেস্তে গেল। 

২০১৯ সালের শারদ নবমীর দিন খুন হন পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতি কোরবান শাহ। সেই মামলায় জেলবন্দি ছিলেন বিজেপি নেতা আনিসুর। গত ২৬ ফেব্রুয়ারি আনিসুরের বিরুদ্ধে থাকা খুনের মামলা প্রত্যাহার করতে পূর্ব মেদিনীপুরের সরকারি আইনজীবীকে নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই নির্দেশ মেনে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করলে তা গ্রহণও করেন বিচারক। তার কয়েক ঘণ্টার মধ্যে ওই মামলায় জেলবন্দি আনিসুরকে তমলুক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 

সেদিনই হাইকোর্টের দ্বারস্থ হয় কোরবান শাহের পরিবার। খুনের মামলা প্রত্যাহারের বিরোধিতা করে আদালতে আবেদন করে তারা। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেদিনই রায় দিয়ে জানান, মামলা প্রত্যাহার করা যাবে না। তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয়ে থাকলে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ততক্ষণে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কোলাঘাটের দিকে রওনা দিয়েছেন আনিসুর। মুক্তির দেড় ঘণ্টার মধ্যে আনিসুরকে পড়িমরি করে মেচেদা থেকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর পুলিশ।

সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আনিসুর। সেই মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে। এমনকী ওই রায়ে কোনও স্থগিতাদেশও দেয়নি আদালত। বিচারপতিরা জানিয়েছেন খুনের মতো ফৌজদারি অপরাধের অভিযোগ মর্জি মতো তুলে নিতে পারে না সরকার। 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.