সেখানে বাংলার মুখ্যমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে তারকা প্রার্থী এবং রাজ্যের রাজনৈতিক নেতারা সভা–সমাবেশ করেছেন।
প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ আগামী ২৭ মার্চ। আদর্শ আচরণবিধি মেনে এই দফার প্রচারপর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে তারকা প্রার্থী এবং রাজ্যের রাজনৈতিক নেতারা সভা–সমাবেশ করেছেন। এই পর্বে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তাপ। পাশাপাশি নির্বাচন পরিস্থিতিতে রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের ক্ষেত্রে নজরদারি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সীমানা দিয়ে অস্ত্রশস্ত্র বা টাকা যাতে ঢুকতে না পারে, কমিশনের নির্দেশে তা নিশ্চিত করা হচ্ছে।
প্রথম দফায় যে ৩০টি আসনে ভোটগ্রহণ হবে সেগুলি— পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সংযুক্ত মোর্চার (বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ জোট) প্রার্থী ছাড়া অন্য দলগুলিও এই আসনগুলিতে প্রার্থী দিয়েছে। বৃহস্পতিবার ভিডিও’র মাধ্যমে রাজ্যের মুখ্যসচিব, ডিজি এবং পাঁচ জেলার ডিজি ও এসপিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ওই বৈঠকের পর বাংলার সীমানায় বাড়ানো হয় নজরদারি। রাজ্যজুড়ে ৫০টির বেশি চেক পয়েন্টে তটস্থ প্রশাসন।