বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > দিলীপদের অনুমোদন ছাড়া দলে রদবদল নয়, আদি-নব্য ‘দ্বন্দ্বে’ রাশের চেষ্টা বিজেপির : রিপোর্ট

দিলীপদের অনুমোদন ছাড়া দলে রদবদল নয়, আদি-নব্য ‘দ্বন্দ্বে’ রাশের চেষ্টা বিজেপির : রিপোর্ট

দিলীপদের অনুমোদন ছাড়া দলে রদবদল নয়, আদি-নব্য ‘দ্বন্দ্বে’ রাশের চেষ্টা বিজেপির{ (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

যদিও বিজেপির দাবি, দলের অন্দরে কোনও কোন্দল নেই।

অন্য থেকে নাম লিখিয়েই মিলছে পদ। কিন্তু ব্রাত্য দীর্ঘদিনের নেতাকর্মীরা। তা নিয়ে বিজেপির অন্দরে ক্রমশ বাড়ছে ক্ষোভের মাত্রা। শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া সাংগঠনিক স্তরে নাম ঘোষণা করে দেওয়ারও খবর মিলেছে। সেই পরিস্থিতিতে দলের শীর্ষ পদাধিকারীদের বিশেষ বার্তা দিল বিজেপি। ‘আজকাল’-এর প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, দলের জেলা সভাপতিদের একটি চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর অনুমোদন ছাড়া জেলা কমিটি, মণ্ডল সভাপতি, মণ্ডল কমিটি, বিধানসভার আহ্বায়ক, সহ-আহ্বায়ক, বুথ সভাপতি স্তরে কোনও সাংগঠনিক রদবদল করা যাবে না। অর্থাৎ বার্তাটা স্পষ্ট, দলের একেবারে শীর্ষস্তরের অনুমোদন ছাড়া কোনওরকম পদক্ষেপ করতে পারবেন না জেলা সভাপতিরা।

কিন্তু বিধানসভা ভোটের আগে এরকম বার্তা কেন দেওয়া হল? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে বিজেপির বহর ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেস, বাম, কংগ্রেস থেকে পদপ্রত্যাশীদের ভিড় বেড়ে যাচ্ছে। এমনকী একসময় যে নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, তাঁদের অধীনেই কাজ করতে হচ্ছে বিজেপি নেতা-কর্মীদের। পদ ‘ভাগাভাগি’-ও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে আদি-নব্য বিজেপির দ্বন্দ্ব চওড়া হয়েছে। বিষয়টি বিজেপির লঘু করেও দেখানোর চেষ্টা করলেও দলের অন্দরে যে ক্ষোভ তৈরি হচ্ছে, তা স্পষ্ট। তাই শীর্ষ নেতৃত্বের হাতেই দলের রাশ রাখতে বিজেপির তরফে সেই বার্তা দেওয়া হয়েছে মনে রাজনৈতিক মহলের ধারণা। একইসঙ্গে বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ সংগঠনের তালিকা প্রস্তুত করে ফেলেছিলেন। পরে তা বাতিল করে দেন দিলীপ। তার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছিল গেরুয়া শিবিরকে। বিধানসভা ভোটের আগে বিজেপি সেরকম বিড়ম্বনা এড়ানোর জন্যও সেই পদক্ষেপ করেছে বলে একাংশের মত। যদিও চিঠির বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে মুখ খোলা হয়নি। 

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, বিজেপির অন্দরে কোনও সংঘাত নেই। শীর্ষস্তরের অনুমোদন ছাড়া কোনও রদবদল হয় না। যদিও বা হয়, তা একেবারেই হাতেগোনা ক্ষেত্রে হয়। তবে চিঠির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন শমীক।

ভোটযুদ্ধ খবর

Latest News

সন্ধ্যা নামতেই লোডশেডিং কলকাতায়, বড় নির্দেশ মন্ত্রীর, এসি থাকলে জানান! প্রথম দফায় ‘ফার্স্ট’ জলপাইগুড়ি! তবে ৩ আসনেই কমল ভোটদানের হার, কোথায় কত পড়ল? মৃত্যুর হুমকিকে বুড়ো আঙুল! পুলিশের জালে বন্দুকবাজরা, দুবাইতে খোশমেজাজে সলমন মোহনবাগানের জার্সিকে মধ্যমা! সৌরভ ট্রোল্ড হলে পরম নয় কেন? প্রশ্ন মোহনবাগানীদের ১০০ দিনেরও কম বাকি, এখনও অলিম্পিক্সের টিকিট পায়নি কোনও পুরুষ ভারতীয় কুস্তিগীর পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না: শুভেন্দু বিয়ের পিঁড়িতে বসছেন গোবিন্দার ভাগ্নি আরতি সিং, পাত্র কে 'আমার ছেলে যা করেছে…' বলছেন অভিযুক্তের মা, কর্ণাটকে লাভ জেহাদ?হিন্দু তরুণীকে খুন নওয়াদায় অধীর চৌধুরীর প্রচারে TMCর হামলার নিন্দা করলেন দলেরই বিধায়ক ১৯ দিন পর ছেলের বিয়ে! আদৃতকে নিয়ে আবেগঘন বাবা, কী লিখলেন কৌশাম্বির হবু শ্বশুর?

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ কীভাবে বড় স্কোর তুলছে SRH? কামিন্সদের সাফল্যের কৌশল ফাঁস করলেন ট্র্যাভিস হেড রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা,ঠিক করুক দর্শকরাই, মত পন্টিংয়ের IPL 2024: রোহিতের জন্য চিৎকার করছেন PBKS ক্যাপ্টেন! জেনে নিন ঘটনাটা আসলে কী? কেন উপরের দিকে ব্যাটিং করছেন না ধোনি! ফ্লেমিং-এর উত্তরে মন ভাঙবে মাহি ভক্তদের ‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.