বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > চুলচেরা বিশ্লেষণে চিরঞ্জিত পাশ করলেও ডাহা ফেল করলেন দেবশ্রী, অমিল টিকিট

চুলচেরা বিশ্লেষণে চিরঞ্জিত পাশ করলেও ডাহা ফেল করলেন দেবশ্রী, অমিল টিকিট

টিকিট পেলেন না দেবশ্রী রায়। ফাইল ছবি।

কিন্তু সেখানে দেখা গেল, চিরঞ্জিতের কথা দল শুনলেও দেবশ্রীর আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, বারাসত থেকে চিরঞ্জিত চক্রবর্তীকে প্রার্থী করা হলেও কেন দেবশ্রী রায়কে প্রার্থী করল না দল?‌ যেখানে দু’‌দিন আগেই চিরঞ্জিত বলেছিলেন, ‘‌বারাসত ছাড়া অন্য কেন্দ্রে আমি প্রার্থী হব না। দল অন্য কেন্দ্রে প্রার্থী করলে রাজনীতিই ছেড়ে দেব।’‌ সেখানে একই কেন্দ্রে তৃতীয়বার প্রার্থী হলেন চিরঞ্জিত। অথচ দেবশ্রী বলেছিলেন, দলকে বলেছি রায়দিঘি থেকে প্রার্থী হতে চাই না। অন্য কেন্দ্র থেকে প্রার্থী করলে প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু সেখানে দেখা গেল, চিরঞ্জিতের কথা দল শুনলেও দেবশ্রীর আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।

এখানে একাধিক কারণ তৃণমূল কংগ্রেসের অন্দরে আলোচনা হয়েছে। এক, দেবশ্রী রায় তৃণমূল কংগ্রেসে থেকে বিজেপিতে যোগ দিতে গিয়েছিলেন। সেটা যখন হয়নি তখন ফিরে এসেছিলেন। এই কাজটা দল ভালভাবে মেনে নেয়নি। দুই, রায়দিঘি থেকে তাঁকে টিকিট দেওয়া এবং জেতানো সবটাই দলকে করতে হয়েছিল। সেখানে দেবশ্রী রায়ের ক্যারিশ্মা কাজ করেনি। তিন, সেখানে দেবশ্রী রায় জেতার পর সেভাবে যোগাযোগ না রাখায় সংগঠন শক্তিশালী হয়নি। চার, রায়দিঘি কেন্দ্রে দেবশ্রী রায়ের জন্য সংগঠনে ফাটল ধরেছিল। যাঁরা দিদি, দিদি করতেন দেবশ্রী তাঁদেরকে তোল্লাই দিয়েছে। আর যাঁরা মাঠে নেমে কাজ করেছিলেন তাঁরা ব্রাত্যই থেকেছে। পাঁচ, ওই এলাকায় টোটো–কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাঁর। ফলে মানুষের কাছে এখন দেবশ্রীর কোনও গ্রহণযোগ্যতা নেই।

অন্যদিকে চিরঞ্জিত চক্রবর্তী বেসুরো গাইলেও দলেই ছিলেন। আবার দলের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। ২০১১ সালে প্রথম বারাসত থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক চিরঞ্জিত। ২০১৬ সালেও দল তাঁকে প্রার্থী করে। তিনি জেতেনও। জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে বারাসত স্টেডিয়ামের আধুনিকীকরণের প্রস্তাব দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বিধায়কের প্রস্তাব মেনে নেওয়ায় নবসাজে সেজে ওঠে বারাসত স্টেডিয়াম। যা শহরের বাসিন্দাদের কাছে গর্বের। এই জন্য বিধায়ককে বাহবাও দেন অনেকে। তাছাড়া বারাসত হাসপাতালের শিশু বিভাগ, হাসপাতালে রোগীর পরিবারের জন্য প্রতীক্ষালয়, নতুন ভবন তৈরির পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, হাই মাস্ট আলো, স্কুলের পরিকাঠামো উন্নয়নে নিজের বিধায়ক তহবিল থেকে টাকা দিয়েছেন চিরঞ্জিত।

আবার বারাসতের বিভিন্ন জায়গায় সভা, মিছিল, মোটরবাইক র‍্যালির মতো নানা কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছে। জনসংযোগও বাড়িয়ে চলেছেন তিনি। তাঁর নামে কোনও কেচ্ছা–কেলেঙ্কারি নেই। কোনও দুর্নীতির অভিযোগও নেই। দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করেছেন। তাই সবদিক বিবেচনা করে তাঁকে ফের টিকিট দেওয়া হল। এমনকী সূত্রের খবর, ভোটকুশলী প্রশান্ত কিশোর দলকে যে রিপোর্ট পেশ করেছেন তাতেও এই অভিনেতা–প্রার্থীর ভাল ইমেজই ফুটে উঠেছে।

ভোটযুদ্ধ খবর

Latest News

আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.