বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ২০২১-এর বিধানসভা নির্বাচনে কোন রাজ্যে কত মহিলা প্রার্থী জিতলেন?

মহিলা প্রার্থীদের প্রাপ্ত ভোট অনেকটাই প্রভাব ফেলেছে ফলাফলে। চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের পর এমনই মত বিশেষজ্ঞদের।

  • সব মিলিয়ে মোট প্রার্থীদের ১০.৪% ছিলেন মহিলা।
  • আলোচ্য বিধানসভাগুলির মাত্র ৮.৫%-ই মহিলা বিধায়ক।
  • পশ্চিমবঙ্গে মোট ২৮৮ জন প্রার্থীর মধ্যে ৪৮ জন মহিলা। অর্থাত্ প্রায় ১৬.৭% ।

যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এটি অনেক কম। সেবার ৪১% মহিলা প্রার্থী ছিলেন।

ছবি : হিন্দুস্তান টাইমস
ছবি : হিন্দুস্তান টাইমস (Hindustan Times)

  • পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ী ৪০ জন মহিলা প্রার্থী। তাঁদের মধ্যে ৩৩ জন তৃণমূলের। বাকি ৭ জন বিজেপির। মোট ১৯ জন বিদায়ী বিধায়ক জয় লাভ করেছেন।
  • অসমে ১২৬ জনের বিধানসভায় মাত্র ৬ জন মহিলা বিধায়ক নির্বাচিত হন। তাঁদের মধ্যে ৩ জন বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। ২ জন কংগ্রেস। আর বাকি একজন অসম গণ পরিষদের হয়ে লড়েন।
    • কেরালায় মোট ১১ জন বিধায়কের মধ্যে ১০ জন বাম প্রার্থী ছিলেন- ৮ জন সিপিআইএম। বাকি ২ জন সিপিআই। আর বাকি ১ জন ইউনাইটেড ডেমোক্রাটিক ফ্রন্টের।
    • পুদুচেরিতে মাত্র একজন মহিলা এমএলএ। অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের হয়ে তিনি জয় লাভ করেন।

    বন্ধ করুন