বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > প্রচারের শেষ দিনে মমতার মুখে ‘কুল, কুল, তৃণমূল’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা

প্রচারের শেষ দিনে মমতার মুখে ‘কুল, কুল, তৃণমূল’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা

নন্দীগ্রামে মমতা (HT_PRINT)

বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। 

নন্দীগ্রামে প্রচারের শেষলগ্নে বিজেপিকে রাজনৈতিকভাবে কবর দেওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার সোনাচূড়ায় প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী অভিযোগ সুরেই বলেন, বিজেপি নিজেদের কোনও মেয়েকে খুন করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। এই প্ল্যানটি তিনি ফাঁস করে দিলেন বলে দাবি করেন। তিনি বলেন, ভয় দেখালে ভয় পাবেন না।একইসঙ্গে বিজেপির কোনও প্ররোচনায় পা না দেওয়ারও পরামর্শ দেন তৃণমূল নেত্রী। সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যেই মাথা ঠাণ্ডা রেখে লড়াই করার কথা বলেন তিনি। তাঁর কথায়,‘‌কুল কুল, তৃণমূল।’‌

আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট।তাই প্রচারের শেষ দিন প্রচারে নেমে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন, ‘‌বিহার, উত্তরপ্রদেশ থেকে গুণ্ডাদের নিয়ে আসা হচ্ছে।গুণ্ডাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট করানোর চেষ্টা হচ্ছে। এইরকম নানান ঘটনা ঘটছে।ভয় দেখালে ভয় পাবেন না। রুখে দাঁড়ান।’‌ একইসঙ্গে ভোটের দিন নিজের ভোট যাতে ঠিকমতো দিতে পারেন, সেই বার্তাও এদিন দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি জানান, ভোটে দিন বিজেপি ইভিএম মেশিনে গড়বড় করার চেষ্টা করবে।ইচ্ছে করে ভোটের মেশিন খারাপ করার চেষ্টা করবে। অপেক্ষা করবেন। তাড়াহুড়ো করবেন না।ভোট না দিয়ে ফিরে আসবেন না। নিজের ভোট নিজে দিয়ে আসবেন।

এদিনও ফের বিজেপির বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ তোলেন মমতা।এদিনের সভা থেকে তৃণমূল নেত্রী অভিযোগের সুরেই বলেন, ‘‌বিজেপি টাকা দিলে সেই টাকা নিয়ে নেবেন। মনে রাখবেন, ওটা আপনার টাকা। শাড়ি দিলে ওটা পর্দা বানিয়ে নিন। আর তৃণমূলকে ভোটটা দিন।’‌ এদিন কেন্দ্রীয় বাহিনীকে দিয়েও টাকা বিলি করার অভিযোগ তোলেন মমতা। এদিনের সভা থেকে পুলিশের একাংশের বিরুদ্ধে দালালি করারও অভিযোগ তোলেন তিনি।এই প্রসঙ্গে তিনি জানান, পুলিশ তো এখন নির্বাচন কমিশনের অধীনে। বাইরের রাজ্য থেকে পুলিশ এনে ধমকে চমকে যাওয়া হচ্ছে। ওরা তো আর দুদিন। তারপর তো পগারপার। এখন মাথা ঠাণ্ডা রাখুন।কোনওরকম কোনও প্ররোচনায় পা দেবেন না।

ভোটযুদ্ধ খবর

Latest News

মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.