বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ভোটের মুখে কেন জেলা সভাপতি বদল? শোরগোল গেরুয়া শিবিরে

ভোটের মুখে কেন জেলা সভাপতি বদল? শোরগোল গেরুয়া শিবিরে

উত্তরদিনাজপুরে বিজেপির জেলা সভাপতির পদ থেকে সরানো হল বিশ্বজিৎ লাহিড়ীকে (নিজস্ব চিত্র)

প্রচারও চলছে। কেন্দ্রীয় নেতারাও নিয়ম করে ঘুরে যাচ্ছেন এলাকায়। এসবের মধ্যে কার্যত বিনা মেঘে বজ্রপাত। উত্তরদিনাজপুরে বদলে দেওয়া হল  বিজেপির জেলা সভাপতিকে। কিন্ত কেন এই রদবদল?

আগামী ২২ এপ্রিল ভোট ভোট উত্তর দিনাজপুরে। একেবারে সাজো সাজো রব চারদিকে। দাঁতে দাঁত চেপে লড়াই করছেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার ইসলামপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো ছিল। সেখানেও উপচে পড়া ভিড়। অমিত শাহের রোড শো শুরু হওয়ার আগেই রাজ্য বিজেপির তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তি দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা জেলা বিজেপির অনেকেরই। ভোটের মুখে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিশ্বজিৎ লাহিড়ীকে। তিনি দক্ষ সংগঠক হিসাবেই পরিচিত।সংবাদ মাধ্যমের কাছ থেকে তিনি রদবদলের বিষয়টি জানতে পারেন। এদিকে ভোটের মুখে জেলা সভাপতির কুর্শিতে বসানো হয়েছে বাসুদেব সরকারকে।  কিন্তু কী কারনে এই তড়িঘড়ি রদবদল?এনিয়ে ইতিমধ্যেই দলের নীচুতলার কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষও দানা বাঁধতে শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, কালিয়াগঞ্জ গত বিধানসভা উপনির্বাচনে দল প্রত্যাশিত ফল করতে পারেনি। তার জেরেই কী এবারের বিধানসভা নির্বাচনে জেলা সভাপতি বদলে ফেলা হল? পাশাপাশি এই রদবদলের মধ্যে অনেকে আবার গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখতে পাচ্ছেন। মন্ত্রী ঘনিষ্ঠ বলেই কী আনা হল বাসুদেব সরকারকে? নানা প্রশ্ন ঘুরছে জেলা বিজেপির অন্দরে। তবে এনিয়ে বিশ্বজিৎ লাহিড়ী বলেন,  যে সংগঠনের দায়িত্ব পাবে তাঁকেই কাজ করতে হবে।আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি কাজ করেছি। নেতৃত্ব যদি মনে করে অন্য কাউকে দায়িত্ব দিলে তিনি ভালো কাজ করবেন তবে তাই হবে। বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, দল মনে করেছে তাই পরিবর্তন হয়েছে। নির্বাচনে তার কোনও প্রভাব পড়বেনা। বিজেপির নতুন জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন,সকলকে নিয়ে সফলভাবে নির্বাচন পরিচালনা করব। এখানেই রাজনৈতিক মহলের প্রশ্ন, সভাপতি বদলের পর আদৌ কী দলের সকলে সমানভাবে নির্বাচনী কাজে অংশ নেবেন? নাকি সেই অসন্তোষের ছায়া দেখা যাবে ইভিএমেও? তৃণমূলের দাবি সভাপতি বদল করেও বিজেপি সুবিধা করতে পারবে না। 

 

 

বন্ধ করুন