বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ডোমকল (পশ্চিমবঙ্গ বিধানসভা) ভোট 2021 LIVE: জয়ী তৃণমূলের জাফিকুল ইসলাম

ডোমকল (পশ্চিমবঙ্গ বিধানসভা) ভোট 2021 LIVE: জয়ী তৃণমূলের জাফিকুল ইসলাম

ডোমকল বিধানসভা কেন্দ্রের ফলাফল লাইভ।

ডোমকল বিধানসভা কেন্দ্রের ফলাফল লাইভ।

ডোমকল বিধানসভা নির্বাচনে ১,২৭,১৭৩ ভোট পেয়ে জয়ী তৃণমূলের জাফিকুল ইসলাম। পরাজিত বিজেপি প্রার্থী রুবিয়া খাতুন।

এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাফিকুল ইসলাম। অন্যদিকে, বিজেপির হয়ে দাঁড়িয়েছেন রুবিয়া খাতুন। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে দাঁড়াচ্ছেন সিপিআইএম মুস্তাফিজুর রহমান।

ডোমকল বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার একটি বিধানসভা কেন্দ্র ও মহকুমা। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৭৫ নম্বর ডোমকল বিধানসভা কেন্দ্রটি আজিমগঞ্জগোলা, গড়াইমারি, জুগিন্দা, সারঙ্গপুর, ভগীরথপুর, গরিবপুর, জুরানপুর, ঘোড়ামারা, মধুরকুল, ডোমকল, জিতপুর ও রাইপুর গ্রাম পঞ্চায়েতগুলি ডোমকল সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। ডোমকল বিধানসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। অন্য দিকে, এই মহকুমায় পড়ছে ডোমকল পুরসভা, ডোমকল, রানিনগর-১, রানিনগর-২ ও জলঙ্গি ব্লক। এই চারটি ব্লকে ৩৮টি গ্রাম পঞ্চায়েত ও দু’‌টি সেনসাস টাউন রয়েছে। যার মহকুমার সদর ডোমকল।

পাশাপাশি ধূলিয়ান পুরসভা ছাড়াও এই মহকুমায় চারটি ব্লক রয়েছে। এগুলি হল ডোমকল, রানিনগর-১, রানিনগর-২ ও জলঙ্গি। এই চারটি ব্লকে মোট ৩৮টি গ্রাম পঞ্চায়েত ও দু’‌টি সেন্সাস টাউন রযেছে। আর মহকুমার সেন্সাস টাউন দু’‌টি হল, হরহরিয়া চক ও ইসলামপুর।বরাবরই বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রয়েছে ডোমকল কেন্দ্র। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সিপিএমের আনিসুর রহমান সরকার জিতেছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭১ হাজার ৭০৩৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের সৌমিক হোসেন। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৬৪ হাজার ৮১৩৷ সিপিএমের আনিসুর রহমান সরকার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের সৌমিক হোসেনকে ৬ হাজার ৮৯০ ভোটে পরাজিত করেছিলেন।

২০১১ সালের নির্বাচনেও সিপিআইএমের আনিসুর রহমান তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সৌমিক হোসেনকে এই আসনে পরাজিত করেছিলেন। শুধু তাই নয়, ২০০৬, ২০০১, ১৯৯৬ ও ১৯৯১ সালের নির্বাচনগুলোতে পর পর চার বার সিপিআইএমের আনিসুর রহমান ডোমকল কেন্দ্র থেকে জিতেছিলন। ২০০৬ ও ২০০১ সালে দু’‌বার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রেজাউল করিম, ১৯৯৬ সালে কংগ্রেসের সাদেক রেজা ও ১৯৯১ সালে সারকের মোক্তার হোসেনকে এই আসনে হারিয়ে দেন আনিসুর। তার আগে ১৯৮৭ সালে সিপিআইএমের এমডি. আবদুল বারি কংগ্রেসের এক্রামুল হক বিশ্বাস, ১৯৮২ সালে আইইউএমএলের এ.কে.এম.হাজেকুল আলম ও ১৯৭৭ সালে আবার কংগ্রেসের এক্রামুল হক বিশ্বাসকে পরাজিত করেছিলেন আবদুল।

তার আগে ১৯৭২ সালে অবশ্য কংগ্রেস প্রার্থী এক্রামুল হক বিশ্বাস এই আসন থেকে জিতে গিয়েছিলেন। কিন্তু তার আগে এই আসন বামেদের দখলে ছিল। ১৯৭১ সালে সিপিআইএমের এমডি.আবদুল বারি এই আসন থেকে জয়ী হয়েছিলেন। তারও আগে একবার কংগ্রেসের দখলে এসেছিল এই আসনটি। ১৯৬৯ সালে কংগ্রেসের এক্রামুল হক বিশ্বাস এই আসনে জিতেছিলেন। তবে ১৯৬৭ সালে সিপিআইএমের এমডি. আবদুল বারি এই আসনে জয়লাভ করেছিলেন। এর আগে অবশ্য ডোমকল কেন্দ্রে কোনও আসন ছিল না।

ভোটযুদ্ধ খবর

Latest News

‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু টসে জিতল Royal Challengers Bengaluru , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল|

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.