বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > সারদাকাণ্ডে ইডির ম্যারাথন জেরা কুণালকে, ফের তলব সোমবার

সারদাকাণ্ডে ইডির ম্যারাথন জেরা কুণালকে, ফের তলব সোমবার

কুণাল ঘোষ। (Facebook)

এদিন জেরা সামলে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, ‘আমি ২০১৩ সাল থেকে তদন্তকারী সংস্থাকে সাহায্য করে আসছি। আমাকে আবার ডেকেছে।

সারদাকাণ্ডে ইডির ম্যারাথন জেরা সামলে বিধাননগরের CGO কমপ্লেক্স থেকে বেরোলেন কুণাল ঘোষ। মঙ্গলবার তাঁকে প্রায় ৭ ঘণ্টা জেরা করেন ইডির আধিকারিকরা। এদিনের জেরার পর ফের কুণালকে আগামী সোমবার হাজিরা দিতে বলেছেন তদন্তকারীরা। ফের তিনি হাজিরা দেবেন বলে বেরিয়ে জানিয়েছেন কুণাল। 

সারদাকাণ্ডে তদন্তকারী অফিসার বদলের পর কুণাল ঘোষকে ফের তলব করে ইডি। দিন কয়েক আগে তাঁর কাছে পৌঁছয় নোটিশ। সেই অনুসারে মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কুণাল ঘোষ। ইডি সূত্রের খবর, সারদামামলায় বেশ কিছু নতুন তথ্য মিলেছে। তা নিয়ে প্রশ্ন করতেই তলব করা হয়েছে কুণালকে। 

এদিন জেরা সামলে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, ‘আমি ২০১৩ সাল থেকে তদন্তকারী সংস্থাকে সাহায্য করে আসছি। আমাকে আবার ডেকেছে। আবার আসবো। তবে জেরায় কী জিজ্ঞাসা করা হয়েছে তা জানাতে পারবো না। এটা নীতিবিরুদ্ধ।’

তৃণমূলের দাবি, নির্বাচনের আগে হেনস্থা করতেই কুণালকে তলব করেছে ইডি। কুণালবাবু জানিয়েছেন, তাঁর কাছে এবার যে সব নথি চাওয়া হয়েছে তা আগেই ইডিকে জমা দিয়েছেন তিনি। বিজেপির দাবি, তদন্ত তার নিজের গতিতে এগোচ্ছে। এতে রাজনীতি খোঁজার চেষ্টা বৃথা। 

 

বন্ধ করুন