বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > তৃণমূল প্রার্থীর মনোনয়ন খারিজের দাবিতে ডিভিশন বেঞ্চে কমিশন

তৃণমূল প্রার্থীর মনোনয়ন খারিজের দাবিতে ডিভিশন বেঞ্চে কমিশন

কলকাতা হাইকোর্ট। (ফাইল ছবি, সৌজন্য কলকাতা হাইকোর্ট)

কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। সেখানে কমিশনের তরফে জানানো হয়, বিধি মেনেই বাতিল করা হয়েছে উজ্জ্বলবাবুর মনোনয়ন।

পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়নকে বৈধ করে দেওয়া কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। বৃহস্পতিবার কমিশনের সিদ্ধান্তকে খারিজ করে মনোনয়ন বৈধ ঘোষণা করেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ। 

গত বুধবার ছিল প্রথম দফার মনোনয়নপত্র পরীক্ষার দিন। তার আগে চিঠি দিয়ে তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারকে কমিশনের তরফে জানানো হয় তাঁর হলফনামায় ভুল রয়েছে। বুধবার বেলা ১১টার মধ্যে সংশোধিত হলফনামা জমা দিতে বলে কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে উজ্জ্বলবাবু হলফনামা জমা দিলেও দেখা যায় তাতে তারিখ ভুল। এর পর তাঁর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করে কমিশন। 

কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। সেখানে কমিশনের তরফে জানানো হয়, বিধি মেনেই বাতিল করা হয়েছে উজ্জ্বলবাবুর মনোনয়ন। কিন্তু বিচারপতি ভট্টাচার্য রায়ে বলেন, তারিখের একটা ছোট্ট ভুলের জন্য কারও নির্বাচনে প্রতিদ্বন্দিতার অধিকার কেড়ে নেওয়া যায় না। উজ্জ্বলবাবুর মনোনয়নকে বৈধতা দেয় আদালত। 

সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার ডিভিশন বেঞ্চে আবেদন করেছে কমিশন। কমিশনের আবেদন গ্রহণ করেছে আদালত। কমিশনের এই সিদ্ধান্তের সমালোচনা করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এতেই কমিশনের মনোভাব স্পষ্ট। আদালত প্রার্থীর মনোনয়নের বৈধতা দিলেও তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা থেকে দূরে রাখতে মরিয়া হয়ে উঠেছে কমিশন।

 

ভোটযুদ্ধ খবর

Latest News

লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.