বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > মেদিনীপুরে কমিশনের ২ পর্যবেক্ষক, যাবেন নন্দীগ্রামে মমতার ‘হামলাস্থলে’

মেদিনীপুরে কমিশনের ২ পর্যবেক্ষক, যাবেন নন্দীগ্রামে মমতার ‘হামলাস্থলে’

চোট পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

মমতার চোটের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ জানাতে শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল।

আজ (শুক্রবার) পশ্চিম মেদিনীপুরে এলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের সঙ্গে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি নন্দীগ্রামের বিরুলিয়া বাজারেও যাবেন তাঁরা। যেখানে গত বুধবার চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সকালে হেলিকপ্টারে করে পশ্চিম মেদিনীপুরে আসেন নায়েক এবং দুবে। সেখানকার জেলাশাসকের দফতরে প্রথম দফায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের রাজনৈতিক দলের প্রতিনিধি দলগুলির সঙ্গে বৈঠক করবেন। দ্বিতীয় দফায় বৈঠক করবেন তিন জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের সঙ্গে। যে তিন জেলায় প্রথম দু'দফায় (আগামী ২৭ মার্চ এবং ১ এপ্রিল) ভোটগ্রহণ হবে। সূত্রের খবর, ভোটের আগে তিন জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতির উপর বাড়তি গুরুত্ব দেওয়া হবে। বিশেষত সদ্যই মমতা নন্দীগ্রামে আহত হওয়ার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় গলদ ধরা পড়েছে। সেই বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে মত সংশ্লিষ্ট মহলের।

জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিরুলিয়া বাজারেও যাবেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ‘ষড়যন্ত্র’ করে সেখানেই মমতার উপর ‘হামলা’ চালানো হয়েছিল। সূত্রের খবর, গত বুধবার সন্ধ্যায় ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখবেন দুই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তা নিয়ে সন্ধ্যার মধ্যেই একটি রিপোর্টও পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।

একইসঙ্গে মমতার চোটের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ জানাতে শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। দলে থাকবেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শান্তনু সেন, শতাব্দী রায়, সৌগত রায়-সহ ছ'জন। রাজ্যের প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের যাওয়ার পরেই যেভাবে মমতা উপর ‘হামলা’ হয়েছে, সেই বিষয়টিও তুলে ধরা হবে। সূত্রের খবর, ‘হামলা’-র প্রমাণ হিসেবে নরেন্দ্র মোদী, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ-সহ আরও কয়েকজন বক্তৃতার অংশ।

ভোটযুদ্ধ খবর

Latest News

পুলিশে চাকরি করেছি, আইন জানিনা ভাবাটা ভুল- অস্ত্র আইনে মামলা নিয়ে বললেন দেবাশিস হারলেও পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখল CSK, জিতে জায়গা মজবুত করল LSG দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল ধনু, মকর, কুম্ভ, মীন রাশির মধ্যে আজ কারা লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার রাও? বিতর্কে জবাব এল, ‘একটু ফিলার করাই…’ RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? প্রথম দফায় 'বাম্পার' ভোটিং, ‘মোদী-মোদী’ বলে ভোট মানুষের, BJP-র গ্রাফ উঠছে- শাহ অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২০ থেকে একলাফে ৪-এ কেএল রাহুল, বেগুনি টুপি দেখছেন মুস্তাফিজ এককালে যেখানে পোস্টার মেরেছি সেখানে আজ রোড শো করছি-রাজনৈতিক সফর নিয়ে অকপট শাহ ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ

Latest IPL News

দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.