বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ভোটের আগেই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের, উত্তেজনার পারদ চড়ছে

ভোটের আগেই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের, উত্তেজনার পারদ চড়ছে

কোচবিহারে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের (নিজস্ব চিত্র)

কোচবিহারে নাটাবাড়ির মাঠে জমে উঠেছে খেলা। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের বিজেপি প্রার্থী তথা রবীন্দ্রনাথ ঘোষের একদা সতীর্থ মিহির গোস্বামীর।মন্ত্রীকে ক্লোজ করার দাবি।

রাত পোহালেই ভোট। তার আগে কোচবিহারে যুযুধান দুই শিবিরের লড়াই তুঙ্গে। কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের বিজেপি নেতৃত্বের। বিজেপি নেতৃত্বের দাবি শুক্রবার মন্ত্রী তথা কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নানা উসকানিমূলক কথাবার্তা বলেছেন। এর জেরে ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে। এই অভিযোগ তুলেই কোচবিহার কোতোয়ালি থানায় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, এদিন নাটাবাড়ির বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর উদ্যোগে বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী এই এফআইআর দায়ের কর। মিহির গোস্বামী বলেন, আমরা বিশ্বাস করি এবার সুস্থ পরিবেশে নির্বাচন হবে। সুস্থ পরিবেশে নির্বাচন হলে তৃণমূলের এমন পরাজয় হবে যে তাদের পরে লজ্জা পেতে হবে। আমরা কোতোয়ালি থানায় রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে এফআইআর করেছি। আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি অবিলম্বে রবীন্দ্রনাথ ঘোষকে ক্লোজ করতে হবে। আমরা শঙ্কিত রবীন্দ্রনাথ ঘোষ ভোটের দিন এলাকায় অশান্তি পাকানোর চক্রান্ত করেছেন।গণতান্ত্রির পরিবেশ কতটা নিম্নে নেমেছে যে রাজ্যের একজন মন্ত্রী আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করার কথা বলছেন ও মহিলাদের আধাসামরিক বাহিনীর কাজে বাধা দেওয়ার কথা বলছেন।এর আগেও বিভিন্ন ভোটে তিনি বুথের ভেতর প্রিসাইডিং অফিসারের দিকে তেড়ে গিয়েছেন।এবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিজেপি গোটা জেলা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে। আমাদের প্রার্থীরাও রেহাই পাচ্ছেননা।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন মিহির গোস্বামী। তৃণমূলে থাকাকালীনই কোচবিহার জেলার রাজনীতিতে রবি ও মিহিরের দ্বন্দ্ব ছিল অত্যন্ত চর্চার বিষয়। এবার নাটাবাড়ি কেন্দ্রে সেই রবীন্দ্রনাথ ঘোষ ও মিহির গোস্বামী পরস্পর সম্মুখ সমরে নেমেছেন। রাজনীতির আঙিনায় উভয়েরই এবার কার্যত মর্যাদা রক্ষার লড়াই। সেই লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা বাংলা।

ভোটযুদ্ধ খবর

Latest News

পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.