বৈদ্যুতিন তারে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে পূর্ব রেলের সদর দফতর নব কয়লাঘাটা ভবনে। বহুতলের ১৩ তলায় বৈদ্যুতিন তার থেকে লাগে আগুন। তার পর তা ছড়িয়ে পড়ে ওই তলের অন্যান্য অংশে। মঙ্গলবার ভবনের বিধ্বস্ত তল পর্যবেক্ষণের পর এমনটাই জানালেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
রেলের দফতরে অগ্নিকাণ্ডের তদন্তভার ইতিমধ্যে কলকাতা পুলিশের হাতে তুলে দিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে সেখানে পৌঁছন ফরেন্সিক বিশেষজ্ঞরা। দীর্ঘক্ষণ নব কয়লাঘাটা ভবনের ১৩ তলা পর্যবেক্ষণ করেন তাঁরা।
বেরিয়ে ফরেন্সিক দলের তরফে জানানো হয়, ‘অগ্নিকাণ্ডে বিধ্বস্ত তলে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের তার মিলেছে। মিলেছে তারের টুকরো। সঙ্গে মিলেছে ছেঁড়া পোশাক ও মানি ব্যাগ।’ প্রাথমিক তদন্তে ফরেন্সিক দলের অনুমান। ভবনের বিদ্যুতের তার থেকেই এদিন ছড়িয়েছে আগুন। এদিন তারের টুকরো ছাড়াও ২টি পোড়া কম্পিউটার সার্ভার উদ্ধার করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এই ঘটনায় ৩০৪ ধারায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।