বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > গাইঘাটা বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

গাইঘাটা বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

২২ এপ্রিল গাইঘাটায় ভোট। (নিজস্ব ছবি)

২২ এপ্রিল গাইঘাটায় ভোট।

এই তফসিলি জাতি কেন্দ্রে এবারের তৃণমূলের প্রার্থী হলেন নরোত্তম বিশ্বাস।এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন সুব্রত ঠাকুর। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন সিপিআইয়ের কপিলকৃষ্ণ ঠাকুর।

গাইঘাটা উত্তর ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। এই কেন্দ্রটি ২০১১ সাল পর্যন্ত একটি উন্মুক্ত আসন ছিল।

এই কেন্দ্রটি গোবরডাঙা পৌরসভা শুটিয়া, ধর্মপুর-১, ইচ্ছাপুর-১, ধর্মপুর-২, ইচ্ছাপুর-২, জলেশ্বর-১ ও শিমুলপুর গ্রাম পঞ্চায়েতগুলো গাইঘাটা সমষ্টি উন্নয়ন ব্লকের মধ্যে পড়ছে। এছাড়া বেড়গুম-১, বেড়গুম-২, মছলন্দপুর-১ গ্রাম পঞ্চায়েতগুলো হাবড়া-১ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত রয়েছে। গাইঘাটা (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্রটি বনগাঁ লোকসভা কেন্দ্র (তফসিলি জাতি)’‌র অন্তর্গত। আগে এই কেন্দ্রটি বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।

২০১১ সালের আদমশুমারি অনুসারে বনগাঁয়ের জনসংখ্যা ছিল ৩৩০,২৮৭ জন। যার মধ্যে ২৬৫,৫২৬ জন গ্রামীণ ও ৬৪,৭৬১ জন শহুরে ছিল। এখানে ১৬৯,২১৬ অর্থাৎ ৫১শতাংশ পুরুষ ও ১৬১,০৭১ (৪৯ শতাংশ) মহিলা ছিল। জনসংখ্যা ৬ বছরের নিচে ছিল ২৯,২২৮ জন।

১৯৭১ সালে পূর্ব পাকিস্তান(পরবর্তী বাংলাদেশ) থেকে উত্তর ২৪ পরগনা জেলা'সহ গাইঘাটা সমষ্টি উন্নয়ন ব্লকগুলোতে শরণার্থীরা আসেন।তারপরই ঘনবসতিপূর্ণ হয় এলাকা। প্রতি কিলোমিটার ২,১৮২ জনসংখ্যার ঘনত্ব এরাজ্যে কলকাতা ও হাওড়ার পরে এটি তৃতীয় ও ভারতে ২০তম ছিল।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পুলিনবিহারী রায় জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৩ হাজার ৮১২৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআই প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৬৪ হাজার ২৪০৷ তৃণমূল প্রার্থী পুলিনবিহারী রায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুরকে ২৯ হাজার ৫৭২ ভোটে পরাজিত করেন।

২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মঞ্জুলকৃষ্ণ ঠাকুর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের মনোজকান্তি বিশ্বাসকে পরাজিত করেন।

২০০৬ ও ২০০১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক গাইঘাটা কেন্দ্র থেকে জিতেছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের মন্মথ রায়কে দু’‌বারই হারিয়ে দেন। ১৯৯৬ সালে সিপিআইমের মন্মথ রায় কংগ্রেসের প্রবীর বন্দোপাধ্যায়কে এই আসনে পরাজিত করেন। তার আগে ১৯৯১ সালে কংগ্রেসের প্রবীর বন্দোপাধ্যায়কে সিপিআইএমের কান্তি বিশ্বাসকে পরাজিত করেন।১৯৮৭ সালে আবার সিপিআইএমের কান্তি বিশ্বাস তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের রাধাপ্রসাদ বিশ্বাস, কংগ্রেসের মীরা মিত্র ও ১৯৭৭ সালে কংগ্রেসের রাধাপ্রসাদ বিশ্বাসকে এই আসনে পরাজিত করেন।

১৯৭১—৭২ সালের নির্বাচনে কংগ্রেসের চণ্ডীপদ মিত্র এই আসনে জিতেছিলেন। তারও আগে ১৯৬৯ সালে বাংলা কংগ্রেসের পারুল সাহা জেতেন।১৯৬৭ সালের নির্বাচনে সি. মিত্র এই আসনে জয়ী হন। তার আগে অবশ্য গাইঘাটা আসনটি ছিল না।

ভোটযুদ্ধ খবর

Latest News

শোণিতপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘বাচ্চার বাচ্চা আসছে…’,দিদিমা হচ্ছেন নীনা গুপ্তা! ২য় বিয়ের এক বছর,গর্ভবতী মাসাবা গর্ভাবস্থাতেই ‘ঢিসুম ঢিসুম’ দীপিকার, ছেলে না মেয়ে চাই? মনের ইচ্ছে জানালেন রণবীর ব্যবসায়ীকে খুনের চেষ্টা, বারে ভাঙচুর, বাকি ৮৭ হাজারের বিল! জেল হতে পারে পরীমনির? লখিমপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘খ্যাঁকখ্যাঁক করে…’,শিমুলের নামে রচনার কাছে নালিশ ঠুকল শ্রীতমা, পালটা মানালি গবাদি পশুও সন্তান! অপহৃত মেয়ে ও গৃহপালিত প্রাণীদের ফিরে পেতে হাইকোর্টে মা ‘ধর্ম যার যার উৎসব সবার’ মমতার সুর লকেটের মুখে, ‘রাম BJP-র একার নয়’ বললেন রচনা জোরহাট লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য কাউন্সিলরের কন্যা নেহাকে কুপিয়ে খুন করল ফৈয়জ, সুতপা হত্যার ছায়া

Latest IPL News

কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.