এই কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তরা সিং(হাজরা)। বিজেপির তরফ থেকে দাঁড়াচ্ছেন মদন রুইদাস। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের তপন ঘোষ।
রাজ্যের মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা পশ্চিম মেদিনীপুর। ২০০২ সালের ১ জানুয়ারি অবিভক্ত মেদিনীপুর থেকে এই জেলা তৈরি হয়। এই জেলায় তিনটি মহকুমা রয়েছে খড়্গপুর, মেদিনীপুর সদর ও ঘাটাল।গড়বেতা এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। আগামী ২৭ মার্চ প্রথম দফায় গড়বেতায় ভোট হবে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী আশিস চক্রবর্তী (নন্টি)৷ তাঁর প্রাপ্ত ভোট ১১০,৫০১৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআইএম প্রার্থী সরফরাজ খান৷ তাঁর প্রাপ্ত ভোট ৪৯,৩৪৪৷ ৬১,১৫৭ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী। রাজ্যে প্রবল পরিবর্তনের হাওয়ার মধ্যেও লাল দুর্গ বলে পরিচিত গড়বেতায় ২০১১ সালে সিপিআইএমের সুশান্ত ঘোষ কংগ্রেসের হেমা চৌবেকে পরাজিত করেছিলেন। ১৯৬৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত গড়বেতা দু’টি আসন ছিল—গড়বেতা পূর্ব ও গড়বেতা পশ্চিম। ১৯৮৭, ১৯৯১, ১৯৯৬ ২০০১ ও ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে টানা পাঁচবার গড়বেতা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন সুশান্ত। ২০০১ ও ২০০৬ সালে তৃণমূলের মহম্মদ রফিক ও কংগ্রেসের তপন চক্রবর্তীকে পরাজিত করেছিলেন। ১৯৮৭ সালে কংগ্রেসের প্রণব রায়কে পরাজিত করেছিলেন সুশান্ত। বাম প্রার্থী শুভেন্দু মণ্ডল ১৯৮২ সালে কংগ্রেসের শরৎ কুমার রায় এবং ১৯৭৭ সালে জনতা পার্টির পঞ্চানন সিনহা রায়কে পরাজিত করেছিলেন।
অন্যদিকে ১৯৮৭, ১৯৯১, ১৯৯৬ ২০০১ ও ২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিআইএমের কৃষ্ণপ্রসাদ দুলে ২২১ নম্বর গড়বেতা পশ্চিম (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ২০০৬ সালে বিজেপির তাপস সাহাকে পরাজিত করেছিলেন। ২০০১ সালে বিজেপির কালিপদ দুলে, ১৯৯৬ সালে কংগ্রেসের সিদ্ধার্থ বিসাই এবং ১৯৯১ ও ১৯৮৭ সালে কংগ্রেসের কিঙ্কর রুইদাসকে পরাজিত করেছিলেন কৃষ্ণ। ১৯৮২ সালে সিপিআইএমের অনাদি মোল্লা কংগ্রেসের মদনমোহন গুড়িয়াকে গড়বেতা পশ্চিম আসনে পরাজিত করেছিলেন। ১৯৭৭ সালে সিপিআইএমের সন্তোষ বিসুই তৎকালীন সিপিআই প্রার্থী কৃষ্ণপ্রসাদ দুলেকে পরাজিত করেছিলেন। ১৯৬৯, ১৯৭১ ও ১৯৭২ সালে সিপিআইয়ের কৃষ্ণপ্রসাদ দুলে ওই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৬৭ সালে কংগ্রেসের কে.কে. ছালাক গড়বেতা পশ্চিম আসনে জয়ী হয়েছিলেন।