
‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড তৈরি করুন’, মমতাকে কড়া আক্রমণ শুভেন্দুর
১ মিনিটে পড়ুন . Updated: 19 Jan 2021, 07:14 PM IST- শুভেন্দু বলেন, ‘মাননীয়া আপনি আর যাই করুন না কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড ছাপিয়ে রাখবেন, কাজে লাগবে।’
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার প্যাড’ ছাপানোর কথা বলে আক্রমণ করলেন অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে দাঁড়িয়ে নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন। তখন কলকাতায় রোড–শোয়ে ছিলেন শুভেন্দু। সেখান থেকে বলেছিলেন, ‘হাফ লাখ ভোটে হারাব মাননীয়াকে। নাহলে রাজনীতি ছেড়ে দেব।’ এবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রীর তকমা দিয়ে দিলেন খেজুরির সভা থেকে।
মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের সভার দিন স্থির হওয়ার পরই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ১৯ তারিখ পালটা সভা করবে বিজেপি। সেখান থেকে মুখ্যমন্ত্রীর সব মন্তব্যের জবাব দেবেন তিনি। পূর্বসুচি অনুয়ায়ী মঙ্গলবার খেজুরিতে সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘মমতা রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। গত পাঁচ বছরে নন্দীগ্রামের কথা মনে পড়েনি। মাননীয়া আপনি আর যাই করুন না কেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড ছাপিয়ে রাখবেন, কাজে লাগবে।’
মঙ্গলবার হুংকার ছেড়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘জেনে রাখুন মাননীয়া, কোনওভাবেই আপনাকে দুটো আসনে লড়তে দেব না। হয় নন্দীগ্রামে লড়ুন না হলে ভবানীপুরে।’