বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > লাঠির ঘায়ে মাথা ফাটল বাংলার মন্ত্রীর, অভিযুক্ত বিজেপি

লাঠির ঘায়ে মাথা ফাটল বাংলার মন্ত্রীর, অভিযুক্ত বিজেপি

আহত বিদায়ী সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা (‌ছবি স্ক্রিন শর্ট)‌

অভিযোগের তির বিজেপির দিকে, ধুন্ধুমার কাণ্ড রাজারহাটে

রাজনৈতিক সংঘর্ষে মাথা ফাটল রাজ্যের বিদায়ী মন্ত্রীর। লাঠির ঘায়ে মাথা ফাটল সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার। বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী। বুধবার সন্ধ্যায় কলকাতা থেকে উস্তি ফেরার পথে হামলাকারীদের লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে যায়। ঘটনার জেরে আহত হয়েছেন তাঁর এক নিরাপত্তারক্ষীও। দু’জনকেই স্থানীয় বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

বুধবার সকালে বোমাবাজি হয় উস্তির রাজারহাটে। তৃণমূলের অভিযোগ, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। সন্ধ্যায় কলকাতা থেকে গাড়িতে বাড়ি ফিরছিলেন গিয়াসউদ্দিন। সেই সময় রাজারহাটের কাছে গাড়ি থামিয়ে রাস্তায় নামেন তিনি। সকালে কারা বোমা ছুঁড়েছে সে বিষয়ে খোঁজখবর নেন। মগরাহাট পশ্চিম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসানের অভিযোগ, সেইসময়ই স্থানীয় দলীয় কার্যালয় থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লাঠি হাতে বেরিয়ে আসে। গিয়াসউদ্দিন মোল্লার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।তারপরই তাঁর মাথায় আঘাত করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এমনকী, পাথরও ছুঁড়তে থাকে। শুধু তাই নয়, গিয়াসউদ্দিন মোল্লার গাড়িতে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহত তৃণমূল প্রার্থী ও তাঁর নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। ধুন্ধুমার কাণ্ড ঘটে ওই এলাকায়। কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ১১৭ নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন তৃণমূল কর্মী—সমর্থকেরা।

ঘটনায় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুফল ঘাঁটুর অভিযোগ, এই ঘটনার জন্য তৃণমূল প্রার্থী নিজেই দায়ী। সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে প্রার্থী নিজেই বিজেপির পার্টি অফিসে গিয়ে হামলা চালান বলে তাঁর অভিযোগ। সুফলবাবুর অভিযোগ, তখনই বিজেপি কর্মীরা সেই আক্রমণ প্রতিরোধ করতে এগিয়ে যায়। জানা গিয়েছে, প্রার্থীর উপর হামলার প্রতিবাদে দেউলা স্টেশন অবরোধ করে তৃণমূল কর্মীরা। ফলে আধঘন্টা ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব়্যাফ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোটযুদ্ধ খবর

Latest News

আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.