বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > নন্দীগ্রামের পর পুরুলিয়া, ফের মমতার সভায় বিক্ষোভ

নন্দীগ্রামের পর পুরুলিয়া, ফের মমতার সভায় বিক্ষোভ

মঙ্গলবার পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। 

এর পর মুখ্যমন্ত্রী দাবি করেন, সিপিএমের জমানায় যে বন্দোবস্ত হয়েছিল তাই এতদিন ধরে চলে আসছে। তার পর বলেন, এদের পাঠিয়েছে বিজেপি আর সিপিএম।

ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বিক্ষোভ। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভায় নিজেদের দাবিদাওয়া নিয়ে সরব হলেন স্বনির্ভরগোষ্ঠীর প্রশিক্ষকরা। তাঁদের ধমকে চুপ করানোর চেষ্টা করেন মমতা। পরে যদিও নমনীয় গ্রহণ করেন তাঁদের দাবিসনদ। 

এদিন মমতার সভায় স্থায়ীকরণের দাবি নিয়ে হাজির হন স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা। মঞ্চের সামনে থেকে লাগাতার নিজেদের দাবি সোচ্চারে জানাতে থাকেন তাঁরা। এতে বিরক্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার সমস্ত সভায় পরিকল্পনা করে কিছু লোককে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সাত আট জন মিলে মিটিংটা নষ্ট করে দিচ্ছে। 

এর পর মুখ্যমন্ত্রী দাবি করেন, সিপিএমের জমানায় যে বন্দোবস্ত হয়েছিল তাই এতদিন ধরে চলে আসছে। তার পর বলেন, এদের পাঠিয়েছে বিজেপি আর সিপিএম। এমনকী বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দেন তিনি। দলীয় নেতাদের বলেন, পরের সভা থেকে যেন এরকম না হয় তা দেখতে। 

বক্তব্যের শেষের দিকে যদিও কিছুটা নমনীয় হন তৃণমূলনেত্রী। দলীয় কর্মীদের বিক্ষোভকারীদের থেকে দাবিসনদ সংগ্রহের নির্দেশ দেন। বলেন, সবারটাই দেখার চেষ্টা করেন তিনি। আশ্বাস দেন, স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর করে দেবেন। সঙ্গে বলেন, অবসরকালীন কিছু সুযোগ সুবিধা দেওয়ারও চেষ্টা করবেন। কিন্তু স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিতে পারবেন না তিনি। 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.