বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > হাওড়া দক্ষিণ (পশ্চিমবঙ্গ বিধানসভা) ভোট 2021 LIVE: জিতলেন তৃণমূলের নন্দিতা চৌধুরী

হাওড়া দক্ষিণ (পশ্চিমবঙ্গ বিধানসভা) ভোট 2021 LIVE: জিতলেন তৃণমূলের নন্দিতা চৌধুরী

হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলাফল লাইভ।

হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলাফল লাইভ।

৫০৫৬৯  ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেসের নন্দিতা চৌধুরী।

এই কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন নন্দিতা চৌধুরী। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন রন্তিদেব সেনগুপ্ত। অন্য দিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের সুমিত্র অধিকারী।

বাগনান, শ্যামপুর, জগৎবল্লভপুর ইত্যাদি কয়েকটি থানার কয়েকটি গ্রামে খননকার্য চালিয়ে সামান্য কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। এছাড়া অন্যান্য জেলার মতো হাওড়া জেলাতেও পোড়ামাটির কারুকার্য—সহ অনেক প্রাচীন মন্দিরের অস্তিত্ব রয়েছে। প্রাচীন জৈন, বৌদ্ধ বা হিন্দু সাহিত্যে হাওড়া অঞ্চলের সুনির্দিষ্ট উল্লেখ নেই। গ্রিক বা চৈনিক লেখকদের রচনাতেও এই অঞ্চলের কোনও বিবরণ পাওয়া যায় না। তবে গবেষকদের ধারণা, প্রাচীনকালে রাঢ়ের অন্তর্গত সুহ্ম অঞ্চলের দক্ষিণাংশ হাওড়া ও অবিভক্ত মেদিনীপুর জেলা নিয়ে গঠিত ছিল।

প্রাচীনকালে এই হাওড়া জেলায় ছিল ভুরশুট রাজ্য। এটি ছিল অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া ও হুগলি জেলার অন্তর্গত একটি প্রাচীন ও মধ্যযুগীয় রাজ্য। রাঢ় অঞ্চলের দক্ষিণাঞ্চলে ভুরশুট রাজ্যটি স্থাপিত হয়েছিল। এই রাজ্যের অধিবাসীরা ‘ভুরিশ্রেষ্ঠী’ নামে পরিচিত ছিল। এরা ছিল মূলত বণিক। এদের নামানুসারেই রাজ্যের নামকরণ হয় ‘ভুরশুট’।

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে হাওড়া পুরনিগম ৩৫, ৩৮ থেকে ৪১ এবং ৪৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড এবং দুইলা, ঝোড়হাট, পঞ্চপাড়া ও থানামাকুয়া গ্রামপঞ্চায়েতগুলি সাঁকরাইল সিডি ব্লকের অন্তর্গত, যা ১৭৩ নম্বর হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি ২৫ নম্বর হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজমোহন মজুমদার জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৩,৬৮৯৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী অরিন্দম বসু (‌বাবু)‌। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৭৭,৪৯৫৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজমোহন মজুমদার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী অরিন্দম বসুকে (‌বাবু) ১৬,১৯৪ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী ব্রজমোহন মজুমদার তাঁর নিকটতম সিপিএম প্রার্থী কৃষ্ণকিশোর রায়কে এই আসনে পরাজিত করেছিলেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.