বিজেপি–কে এবার সরাসরি হুমকি দিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়। মঙ্গলবার তিনি হুমকি দিয়ে বলেন, ‘তৃণমূলের ছেলেরা যদি মারতে শুরু করে তা হলে বিজেপি বাংলা কেন, অনেক দূরে চলে যাবে।’ একইসঙ্গে তাঁর হুমকি, ‘আমাদের যা ছেলে রয়েছে তাতে আমরা ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারব বিজেপি কর্মী–সমর্থকদের।’
রবিবার ডুমুরজলায় বিজেপি–র যোগদান মেলায় মূল আকর্ষণ ছিলেন হাওড়ার তিন প্রাক্তন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া ও ডাঃ রথীন চক্রবর্তী। অনুষ্ঠান শেষে বাঁকড়ায় বিজেপি কর্মী–সমর্থকরা আক্রান্ত হন। তাঁদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সে ব্যাপারে জানতে চাইলে মঙ্গলবার অরূপ রায় জানান, এখানে কোনওরকম উত্তাপ নেই। শুধুমাত্র বিজেপি–র লোকজনই ঝামেলা করছে। তাঁদের দলের লোকেরা কিছু করছে না।
এর পরই অরূপ রায়ের হুমকি, ‘বিজেপি কোনও পার্টিই নয়। আমাদের ছেলেরা ওদের যদি মারতে আরম্ভ করে না, তা হলে বাংলা কেন, বাংলার বর্ডার ছাড়িয়ে চলে যাবে ওরা। এদের আমাদের ছেলেরা ফুঁ দিলে উড়ে যাবে।’ এ ব্যাপার বালির বিধায়ক তথা বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া বলেন, ‘আমি এর আগেও বলেছি হাওড়ার একদল দুষ্কৃতীর পিছনে জেলার এক নেতৃত্ব আছে। এবার আমার কথাই সত্যি প্রমাণিত হল। সেই নেতৃত্ব এখন সামনে চলে এসেছে।’
বৈশালী ডালমিয়া এদিন আরও বলেন, ‘২২ জানুয়ারি আমাকে তৃণমূল থেকে বহিষ্কার করার পর ২৩ তারিখ সকালবেলা হাওড়ার ৬২ নম্বর ওয়ার্ডে প্রচন্ড বোমাবাজি হয়। নেতৃত্বে ছিলেন একজন বিদায়ী কাউন্সিলর। এক বিজেপি কর্মীকে গুলিও করা হয়। তার পর থেকে সাধারণ মানুষ রীতিমতো ভয়ে কাঁপছে। তাঁরা আমাকে ফোন করে জিজ্ঞেস করে, তৃণমূল যদি এভাবে সন্ত্রাস চালায় তা হলে তাঁরা কোথায় যাবে? আর এবার এ সবের পেছনে যে রয়েছে সে–ই সামনে চলে এল।’