এদিন টুইটারে প্রভাকর পাই নামের এক ব্যক্তি বাবুলের কাছে এই বিষয়ে সাহায্য চান। তিনি বাবুলকে অনুরোধ করেন যাতে তিনি আক্রান্তদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে আসেন।
ভোটের ফল বেরনোর ২৪ ঘণ্টা কাটতে না—কাটতেই জেলায় জেলায় রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছ, বিভিন্ন জায়গায় বিজয় মিছিল বার করে বাড়ি বাড়ি ঢুকে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির আভিযোগ, কর্মীদের কোথাও মারধর করা হচ্ছে, কোথাও বাড়ি ভাঙচুর আবার কোথাও খুন করারও অভিযোগ উঠেছে।
We r all doing everything that's possible•Plz understand 1 thing that sadly I wil not b able to reqch a karyakarta's place cuz my Car wil b attacked immediately•TMChhi goons R out in the open rioting & police hv tucked themselves inside safely•But trying everything sincerely https://t.co/ptcFnNMP1L
ইতিমধ্যেই নির্বাচন কমিশন মিছিলকারীদের গ্রেফতার করতে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। তার সত্ত্বেও তাণ্ডবলীলায় লাগাম পরানো যাচ্ছে না—বলেই অভিযোগ।
ভোটের ফল ঘোষণার পর থেকে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ৫ জন বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এবার আতঙ্কে আক্রান্তদের বাড়িতে যেতে পারবেন না বলে জানালেন বাবুল সুপ্রিয়।
সোমবার টুইটারে প্রভাকর পাই নামের এক ব্যক্তি বাবুলের কাছে এই বিষয়ে সাহায্য চান। তিনি বাবুলকে অনুরোধ করেন যাতে তিনি আক্রান্তদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে আসেন। তিনি লেখেন, ‘ বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, আপনি তাঁদের বাঁচান।’ বিজেপি এত নমনীয় হচ্ছে কেন?
তার উত্তরে বাবুল লেখেন, ‘ বিশ্বাস করুন আমরা যথাসাধ্য চেষ্টা করছি। দয়া করে আপনি বুঝুন ব্যাপারটা যে, আমি আক্রান্ত কর্মীদের বাড়ি যেতে পারছি না।’ এর পর তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যে, ‘কর্মীদের বাড়িতে গেলেই সঙ্গে সঙ্গে আমার গাড়িও ভাঙচুর করা হবে। কারণ, তৃণমূলের দুষ্কৃতীরা প্রকাশ্যে তাণ্ডব চালাচ্ছে আর পুলিশ বাঁচার জন্য সুরক্ষিত জায়গায় নিজেদের বন্দি করে রেখেছে। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’