দিনতিনেক আগেই বঙ্গে ঘুরে গিয়েছেন নরেন্দ্র মোদী। সেই রেশ ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে রাখতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বুধবার রাজ্যে এসেছেন তাঁর অন্যতম সেনাপতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। সেইসঙ্গে বাঙালি ভাবাবেগকে ধরতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যাবেন। সেইসঙ্গে বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনাও করবেন।
শুধু করোনা টিকা নয়, বাংলায় চালচোর-তোলাবাজ টিকাও লাগবে : নড্ডা
জে পি নড্ডা : আগামী ১ মার্চ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে দ্বিতীয় দফার করোনাভাইরাস টিকাকরণ প্রক্রিয়া। সেই পর্যায়ে ষাটোর্ধ্ব মানুষদের টিকা প্রদান করা হবে। একইসঙ্গে যে ৪৫ বছরের উর্ধ্বে মানুষদের কো-মর্বিডিটি আছে, তাঁরাও টিকা পাবেন। আয়ুষ্মান টিকা, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের টিকা লাগবে। চালচোর, তোলাবাজ, কাটমানিদের বিরুদ্ধে যে টিকা লাগবে, তা আমরা তৈরি করব।
মধ্যাহ্ণভোজ সারতে পৌঁছালেন নড্ডা
গৌরীপুর কলোনিতে চটকল শ্রমিক তথা বিজেপির বুথ সভাপতি দিলীপ যাদবের বাড়িতে মধ্যাহ্ণভোজ সারতে পৌঁছালেন নড্ডা।
বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্রের পংক্তিতে শ্যামাপ্রসাদকে রাখলেন নড্ডা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এক পংক্তিতে রাখলেন জে পি নড্ডা।
আমার সৌভাগ্য যে বঙ্কিমচন্দ্রের জন্মভূমিতে আসার সুযোগ হয়েছে : নড্ডা
নৈহাটিতে জে পি নড্ডা : আমার সৌভাগ্য যে বঙ্কিমচন্দ্রের জন্মভূমিতে আসার সুযোগ হয়েছে। জাতীয়তাবাদের পুনরুত্থান হয়েছে তাঁর লেখনীর মাধ্যমে। ঔপনিবেশিক শাসনে থাকা মানুষদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন।
বঙ্কিমচন্দ্রের বাড়িতে নড্ডা
নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছালেন নড্ডা। কথা বলেন ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে। নড্ডার সঙ্গে আছেন কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষরা।
‘নো কাটমানি, দুর্নীতিমুক্ত এবং বিকাশযুক্ত’ বাংলা গড়বে বিজেপি, বললেন নড্ডা
‘নো কাটমানি, দুর্নীতিমুক্ত এবং বিকাশযুক্ত’ বাংলা গড়বে বিজেপি, বললেন নড্ডা -- আরও পড়ুন এখানে
‘জয় বাংলা’ স্লোগান নিয়ে আপত্তি তুলেছিলেন দিলীপ, সেই স্লোগান নড্ডার মুখেই!
এবার বিজেপির দফতরে শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান। আর সেটাও দিলেন কিনা খোদ বিজেপির সর্বভারতীয সভাপতি জে পি নড্ডা। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন, তখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টুইটারে পোস্ট করেছিলেন, ‘ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান : জয় বাংলা’। সঙ্গে তিনটি ছবি পোস্ট করে মমতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংক্ষিপ্ত বক্তৃতার ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘মাননীয়ার মুখে বাংলাদেশী স্লোগান।’
সব বিধানসভা কেন্দ্রে 'সাজেশন 'বক্স, ২ কোটি মানুষের পরামর্শ নেবে বিজেপি
জে পি নড্ডা : আগামী ৩ মার্চ থেকে ২০ মার্চ রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে পরামর্শ বক্স থাকবে। রাজ্যজুড়ে ৩০,০০০ পরামর্শ বক্স থাকবে। মিসড কল দিয়ে এবং অনলাইনে পরামর্শ দেওয়া হয়েছে। নো কাটমানি, ভ্রষ্টাচারমুক্ত এবং বিকাশযুক্ত বাংলা গড়ে উঠবে।
টলিউডে আবারও গেরুয়া স্ট্রাইক, বিজেপিতে যোগ পায়েল সরকারের
বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। হেস্টিংয়ে বিজেপির নির্বাচনী দফতরে তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বাংলার ইতিহাস পুনরুদ্ধার করা লক্ষ্য : নড্ডা
হেস্টিংয়ে বিজেপির নির্বাচনী দফতরে 'লক্ষ্য সোনার বাংলা ঘোষণাপত্র'-এর উদ্বোধন করলেন জে পি নড্ডা। তিনি বলেন, 'বাংলার ইতিহাস পুনরুদ্ধার করা লক্ষ্য।'
মমতার নির্দেশে ব্যারাকপুরে BJP-র রথযাত্রায় অনুমতি প্রত্যাহার, আদালতে যাব :অর্জুন
ব্যারাকপুরে বিজেপির রথযাত্রা ঘিরে জটিলতা তৈরি হল। বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টুইটারে দাবি করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত ঘোষ পাড়া রোডে আজকের পরিবর্তন যাত্রার অনুমতি বাতিল করে দিয়েছে ব্যারাকপুর সিটি পুলিশ। যাত্রা স্থগিত করা হয়েছে। আমরা আদালতে যাব এবং যাত্রা শুরু করব।' যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, ইচ্ছা করে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি।
ভাটপাড়ায় বিজেপি-তৃণমূলের কার্যালয়ে ‘বোমাবাজি’, মারধরেরও অভিযোগ ঘাসফুল শিবিরের
ভাটপাড়ায় বিজেপি-তৃণমূলের কার্যালয়ে ‘বোমাবাজি’, মারধরেরও অভিযোগ ঘাসফুল শিবিরের -- আরও পড়তে এখানে ক্লিক করুন।
'সোনার বাংলা ঘোষণাপত্র উদ্বোধন, বঙ্কিম-বিভূতি ভাবাবেগে শান -ঠাসা সূচি নড্ডার
সকাল ১০ টায় হেস্টিংয়ে বিজেপির নির্বাচনী দফতরে 'লক্ষ্য সোনার বাংলা ঘোষণাপত্র'-এর উদ্বোধন করবেন। পুর একটা নাগাদ নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ও সংগ্রহশালায় যাবেন। দুপুর দেড়টা নাগাদ গৌরীপুর কলোনিতে চটকল শ্রমিক তথা বিজেপির বুথ সভাপতি দিলীপ যাদবের বাড়িতে মধ্যাহ্ণভোজ সারবেন। দুপুর তিনটে নাগাদ ব্যারাকপুরের আনন্দপুরতে বঙ্গ বিজেপির নবদ্বীপের রথযাত্রা সমাপ্তি সভা করবেন। যে রথযাত্রার সূচনা করে গিয়েছিলেন নড্ডাই। বিকেল চারটে বনগাঁর গোপালনগরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা জানাতেন যাবেন। বিকেল সাড়ে চারটে নাগাদ ব্যারাকপুরে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর সদর দফতরে মঙ্গল পাণ্ডের স্মৃতি সৌধে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। তারপর কলকাতায় ফিরে আসবেন। সেখানে সন্ধ্যায় সায়েন্স সিটিতে বুদ্ধিজীবীদের সমাবেশে যোগ দেবেন।