বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > যাদবপুর বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

যাদবপুর বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

নিজস্ব চিত্র (HT Bangla)

যাদবপুর বিধানসভায় এবারের তৃণমূলের প্রার্থী হলেন মলয় মজুমদার।এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন রিঙ্কু নস্কর।অন্য দিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের ডঃ সুজন চক্রবর্তী।

দক্ষিণ ২৪ পরগনা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত জেলা। জেলার সদর আলিপুরে। এই জেলার উত্তরদিকে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা, পূর্ব দিকে বাংলাদেশ, পশ্চিম দিকে হুগলি নদী ও দক্ষিণ দিকে বঙ্গোপসাগর রয়েছে। যাদবপুর বিধানসভা কেন্দ্র হল দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। কলকাতা পুরনিগমের ৯৬, ৯৯, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৯ ও ১১০ নম্বর ওয়ার্ড নিয়ে যাদবপুর বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে। যাদবপুর বিধানসভা কেন্দ্রটি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ১৯৮৭, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৬ সালে ৫ বার এই আসন থেকে জিতেছিলেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের মণীশ গুপ্তের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী হেরে যান। ১৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন। মণীশ গুপ্ত উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নতুন মন্ত্রিসভায় তৃণমূলের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৮ হাজার ৯৭৭৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী মণীশ গুপ্ত৷ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৮৪ হাজার ৩৫৷সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী মণীশ গুপ্তকে ১৪ হাজার ৯৪২ ভোটে পরাজিত করেন।

২০১৯ সালের সাধারণ নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর প্রাপ্ত ভোটসংখ্যা ছিল ৬ লক্ষ ৮৮ হাজার ৪৭২। বিজেপির অনুপম হাজরার প্রাপ্ত ভোটসংখ্যা ছিল ৩ লক্ষ ৯৩ হাজার ২২৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি অনুপম হাজরাকে এই কেন্দ্র থেকে ২ লক্ষ ৯৫ হাজার ২৪৯ ভোটে পরাজিত করেন মিমি। ২০১৪ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ড.‌সুগত বসু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের সুজন চক্রবর্তীকে পরাজিত করেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.