বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > নির্বাচনের প্রথম দিনই বিতর্কে জড়ালেন জুন মালিয়া

নির্বাচনের প্রথম দিনই বিতর্কে জড়ালেন জুন মালিয়া

জুন মালিয়া। ছবি: এএনআই

জোর করে বুথের ভিতরে ঢুকতে গিয়েছিলেন জুন মালিয়া। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

নির্বাচনের প্রথম দিনই পরীক্ষায় বসতে হয়েছে তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়াকে। আর প্রথম দিনই বিতর্কে জড়িয়েছেন তিনি। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী জুন। ভোটগ্রহণ চলাকালীনই জোর করে বুথে প্রবেশ করার চেষ্টা করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ। এই নিয়ে বিজেপি-র তরফে জুনকে কটাক্ষ করে বলা হয়েছে, ভোটে দাঁড়িয়েছেন, অথচ নির্বাচনের নিয়মই জানেন না জুন।

শনিবার সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় নজর রাখতে বেরিয়েছিলেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং কেন্দ্রের প্রার্থী হয়েছেন তিনি। স্বভাবতই তাঁর লড়াইটা কিন্তু সহজ নয়। যে কারণেই বোধহয় একটু বেশি উদ্যোগী হতে দেখা গিয়েছে তৃণমূলের তারকা প্রার্থীকে। প্রত্য়েকটি বুথে গিয়ে গিয়ে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছিলেন জুন। কিন্তু সমস্যা শুরু হয়, যখন তিনি বুথের ভিতর প্রবেশ করার জন্য বায়না ধরেন।

 গুড়গুড়িতলার পর মাতালডাঙার একটি বুথে যান জুন। ভোটগ্রহণ চলার সময়েই জোর করে একটি বুথের ভিতরে ঢুকতে যান তিনি। তাঁকে বাধা দেন সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার। কিন্তু অভিনেত্রী নাছোড়বান্দা। তিনি বুথের ভিতরে ঢুকবেনই। তাঁকে আটকাতে রীতিমতো কালঘাম ছুটল প্রিসাইডিং অফিসারের। 

জুনের দাবি, তাঁর কাছে বেশ কিছু অভিযোগ এসেছিল। নির্দিষ্ট ওই বুথে আলো না থাকার জেরে ভোটারদের অসুবিধে হচ্ছিল বলে তাঁর কাছে খবর ছিল। বিষয়টি খতিয়ে দেখতেই নাকি ভিতরে যেতে চান তিনি। পরে পরিস্থিতি সামাল দিতে জুন বলেন, ‘ভোট প্রক্রিয়া নির্বিঘ্নেই হয়েছে। কোথাও তেমন বড় কোনও অশান্তির খবর পাইনি। আমায় বুথে দেখলে ভোটাররা উৎসাহিত হবেন, সে কারণেই বুথে বুথে গিয়েছিলাম।’ তবে এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় তীব্র বিতর্ক। পাশাপাশি বিরোধীদের হাসিরপাত্র হয়ে ওঠেন জুন মালিয়া।

ভোটযুদ্ধ খবর

Latest News

ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল আগামিকাল ১০ সেপ্টেম্বরের রাশিফল আজই দেখে নিন! মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? সোমবারের বহু প্রতীক্ষিত 'সুপ্রিম শুনানি'র পর আরজি কর-এ কোন সুর দিল্লিতে বাজি তৈরি, বিক্রি, ব্যবহার নিষিদ্ধ ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, কেন জানেন? 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু 'আমার বাড়িতে তো আর পুজোর আলো জ্বলবে না', মমতার ‘উৎসবে ফেরা’-র ডাক শুনে বললেন মা ‘আমাদের আন্দোলনকে অসম্মান করা…কথাগুলো কষ্টের’, মমতার ‘উৎসব’ বার্তায় হতাশ কিঞ্জল বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.