আগামী ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনও ‘সদর্থক’ বার্তা দেবেন তিনি। শনিবার এমনই জানালেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের তৃণমূলে যোগদানের প্রস্তাব খারিজ করে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। বললেন, ‘কদিন বাদে উনিই বিজেপিতে যোগদান করতে লাইন দেন কি না দেখুন।’
এদিন শান্তনু ঠাকুর জানিয়েছেন ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে আসছেন শাহ। ৩০ জানুয়ারি বাতিল হয়ে যাওয়া সমস্ত কর্মসূচিতে সেদিন অংশগ্রহণ করবেন তিনি। সেদিন বেলা ৩.৩০ মিনিট নাগাদ ঠাকুরনগর পৌঁছবেন শাহ। ঠাকুরবাড়ি পরিদর্শন করা ছাড়াও জনসভায় ভাষণ দেবেন তিনি। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কী বার্তা দেবেন শাহ? এই প্রশ্নের উত্তরে শান্তনু বলেন, ‘সদর্থক বার্তা না হলে কি উনি এখানে আসতেন?’
দিন কয়েক আগেই শান্তনুকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা দলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সম্ভাবনা নস্যাৎ করে শান্তনু এদিন বলেন, ‘ভোটের পরে কী হয় দেখুন। উনিই হয়তো বিজেপিতে যোগদানের জন্য লাইন দেবেন। চারিদিকে যে পরিস্থিতি হয়ে রয়েছে... আবহাওয়া দেখলে বোঝা যায় কোন গাছে ফল হবে আর কোন গাছে হবে না।’
গত ৩০ জানুয়ারি ঠাকুরনগরে জনসভায় মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু তার আগের দিন সন্ধ্যা দিল্লিতে বিস্ফোরণের জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হয়। এর পর তৃণমূলের তরফে বিজেপিকে কটাক্ষ করে বলা হয়, ‘বলার কিছু নেই তাই আসেনি।’ সম্প্রতি সংসদে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জুলাইয়ের আগে CAA সংক্রান্ত বিধি প্রণয়ন সম্ভব নয়।