বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে আসছেন শাহ, জানালেন শান্তনু, জ্যোতিপ্রিয়কে দিলেন জবাব

১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে আসছেন শাহ, জানালেন শান্তনু, জ্যোতিপ্রিয়কে দিলেন জবাব

ফাইল ছবি

দিন কয়েক আগেই শান্তনুকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা দলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সম্ভাবনা নস্যাৎ করে শান্তনু এদিন বলেন, ‘ভোটের পরে কী হয় দেখুন। উনিই হয়তো বিজেপিতে যোগদানের জন্য লাইন দেবেন।

আগামী ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনও ‘সদর্থক’ বার্তা দেবেন তিনি। শনিবার এমনই জানালেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের তৃণমূলে যোগদানের প্রস্তাব খারিজ করে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। বললেন, ‘কদিন বাদে উনিই বিজেপিতে যোগদান করতে লাইন দেন কি না দেখুন।’

এদিন শান্তনু ঠাকুর জানিয়েছেন ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে আসছেন শাহ। ৩০ জানুয়ারি বাতিল হয়ে যাওয়া সমস্ত কর্মসূচিতে সেদিন অংশগ্রহণ করবেন তিনি। সেদিন বেলা ৩.৩০ মিনিট নাগাদ ঠাকুরনগর পৌঁছবেন শাহ। ঠাকুরবাড়ি পরিদর্শন করা ছাড়াও জনসভায় ভাষণ দেবেন তিনি। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কী বার্তা দেবেন শাহ? এই প্রশ্নের উত্তরে শান্তনু বলেন, ‘সদর্থক বার্তা না হলে কি উনি এখানে আসতেন?’ 

দিন কয়েক আগেই শান্তনুকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা দলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সম্ভাবনা নস্যাৎ করে শান্তনু এদিন বলেন, ‘ভোটের পরে কী হয় দেখুন। উনিই হয়তো বিজেপিতে যোগদানের জন্য লাইন দেবেন। চারিদিকে যে পরিস্থিতি হয়ে রয়েছে... আবহাওয়া দেখলে বোঝা যায় কোন গাছে ফল হবে আর কোন গাছে হবে না।’

গত ৩০ জানুয়ারি ঠাকুরনগরে জনসভায় মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু তার আগের দিন সন্ধ্যা দিল্লিতে বিস্ফোরণের জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হয়। এর পর তৃণমূলের তরফে বিজেপিকে কটাক্ষ করে বলা হয়, ‘বলার কিছু নেই তাই আসেনি।’ সম্প্রতি সংসদে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জুলাইয়ের আগে CAA সংক্রান্ত বিধি প্রণয়ন সম্ভব নয়। 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.